নিউজ পোল ব্যুরো: দেশের অন্যতম বৃহত্তম জীবন বিমা সংস্থা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), এবার স্বাস্থ্য বিমা (Health Insurance) খাতে প্রবেশের পথে আরও একধাপ এগিয়ে গেল। সংস্থাটি একটি বিদ্যমান স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব (Stake Acquisition) কিনতে আগ্রহী এবং এই বিষয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। এলআইসির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মোহান্তি (Siddhartha Mohanty) সম্প্রতি জানিয়েছেন যে, চলতি অর্থবছর (FY 2023-24) শেষ হওয়ার আগেই, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে, এই চুক্তি চূড়ান্ত হতে পারে। LIC দীর্ঘদিন ধরেই হেলথ ইনস্যুরেন্স মার্কেটে (Health Insurance Market) প্রবেশের কৌশল নিয়ে কাজ করছিল। মোহান্তির মতে, “এই খাতে প্রবেশ আমাদের জন্য একটি স্বাভাবিক সিদ্ধান্ত। আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।” জীবন বিমা খাতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা LIC-এর জন্য স্বাস্থ্য বিমা বাজারে প্রবেশ করা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল।
আরও পড়ুন:- Amazon: বিপুল কর্মী ছাঁটাই অ্যামাজনে, জানুন কেন?
যদিও এখনো নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি LIC কোন হেলথ ইনস্যুরেন্স কোম্পানি-তে বিনিয়োগ করবে, তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, তারা মণিপালসিগনা (ManipalCigna Health Insurance)-এর অংশীদারিত্ব কেনার পরিকল্পনা করছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এই চুক্তির সম্ভাব্য মূল্য হতে পারে ৪০০০ কোটি টাকা। সিদ্ধার্থ মোহান্তি স্পষ্ট করেছেন যে, LIC স্বাস্থ্য বিমা সংস্থার ৫১% বা তার বেশি অংশীদারিত্ব নেবে না। সংস্থাটি আংশিক অংশীদারিত্ব কেনার পরিকল্পনা করছে, যা পরিচালনা পর্ষদ (Board of Directors) এবং মূল্যায়নের (Valuation) উপর নির্ভর করবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘোষণার পর, বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এ LIC-এর শেয়ারের দর (Share Price) বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার LIC-এর শেয়ার ১২.৬৫ টাকা (১.৭%) বেড়ে ৭৫৭.৬৫ টাকায় বন্ধ হয়। তবে, এখনো সংস্থার শেয়ার ৫২-সপ্তাহের সর্বোচ্চ (52-Week High) এবং সর্বনিম্ন (52-Week Low) দামের মধ্যে নীচের দিকে রয়েছে। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর: ₹১২২১.৫০, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর: ₹৭১৫.৩৫। বর্তমান বাজার মূলধন (Market Capitalization): ₹৪,৭৯,২১৩.৪৫ কোটি।LIC-এর এই নতুন পদক্ষেপ তাদের ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য বিমা খাতের প্রসার এবং LIC-এর বিপুল গ্রাহকভিত্তি মিলিয়ে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা LIC-এর ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT