নিউজ পোল ব্যুরো: নাম না করে আরও একবার বিরোধীদের নিশানায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) থেকে আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করলেন, বিদেশ সফরের আগে ইমেইল পাঠিয়ে তাঁর নামে খারাপ কথা ছড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ BJP Vs TMC: বিজেপির ঘরে বড়সড় ধাক্কা
এদিনের সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) রীতিমত আক্রমণ শানিয়ে ‘গণশত্রু’ আখ্যা দেন বিরোধীদের। বলেন, “আমাদের কোনো নেতা যখন বাইরে যান তখন আমরা তাঁদের অসম্মান করি না। অবমাননাকর কিছু লিখি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গোটা দেশে তো বটেই এমনকি আমাদের রাজ্যে কিছু গণশত্রু আছে, তারা নোংরা খেলা খেলছে।” এরপরই যোগ করেন, “এরা হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে খসরা তৈরি করে পাঠাচ্ছে। পাঠিয়ে বলা হচ্ছে যে আমরা বাংলার লোকজন খুব খারাপ।”
এতেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমার বিধোধী হলেও ওদের গণতান্ত্রিক অধিকার আছে। আমার কোনও সমস্যা নেই। তাঁরা জানেন আমার লড়াইয়ের কথা। যারা চিঠি লিখে পাঠাচ্ছে তাদের জন্য আমি প্রায় মারা যাচ্ছিলাম।” বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বাংলাকে এভাবে অসম্মান না করে আমাকে অসম্মান করুন। বাংলার মাকে অসম্মান করবেন না। বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব বাংলার মানুষ আপনাদের অনেকবার দিয়েছে। আবার দেবে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান তাঁকে জাপান বা পোল্যান্ডের মত দেশ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিটেনের সঙ্গে বাংলার দীর্ঘদিনের সম্পর্ক। বিশ্ববিদ্যালয়ে তাঁকে কী প্রশ্ন করা হবে তা নিয়েও ভাবিত নন মুখ্যমন্ত্রী। তিনি সব ধরণের প্রশ্নের উত্তর দিতে তৈরি। পাশাপাশি বলেন, “সেন্ট জেভিয়ার্স আমাকে ডিলিট দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ও দিয়েছে। কিন্তু আমি কি নামের আগে ডক্টরেট লিখি। আমি বাংলা মিডিয়ামে পড়েছি। তা বলে আমাকে অপমান করতে পারেন না। শিক্ষার অধিকার মানবসভ্যতার অধিকার। আমাকে অসম্মান করতে গিয়ে আমার মাতৃভূমিকে অসম্মান করবেন না।”