Saltlake: রাজনৈতিক উত্তেজনায় সল্টলেক,পোস্টারের পেছনে কী রহস্য?

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি কলকাতা শহরের সল্টলেকের (Saltlake) দত্তাবাদ এলাকায় নতুন একটি পোস্টার (Poster) দেখা গিয়েছে। এখানে ই এম বাইপাসের (EM Bypass) কাছে বসবাসরত স্থানীয়রা নিজেদের মতামত প্রকাশ করতে পোস্টারটি (Poster) ঝুলিয়েছেন। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক পোস্টারের (Political poster) সংখ্যা বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি পোস্টারিংয়ের (Poster) ঘটনাও ঘটেছে। এই পোস্টারিং-এর মাধ্যমে দু’টি রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ করছে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছে।

আরও পড়ুন:Jhargram: সবজি ফেলে বিক্ষোভ চাষীদের!

এবার সল্টলেকের (Saltlake) দত্তাবাদ এলাকায় বাসিন্দাদের উদ্যোগে এক নতুন পোস্টার চোখে পড়েছে। বৃহস্পতিবার সকাল বেলা, এই এলাকায় পোস্টারটি প্রদর্শিত হয়। এই পোস্টারে লেখা রয়েছে: “হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান মুসলিম বাঙালি ভাই ভাই”, এর মাধ্যমে বিভিন্ন ধর্ম এবং জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও লেখা আছে, “২০২৬শে বাংলায় আবার দিদিকে চাই”, যা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন প্রকাশ করছে। এর সাথে আরও বলা হয়েছে, “বিজেপি হঠাও দেশ বাঁচাও”, যার মাধ্যমে বিজেপি বিরোধিতা করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

:এই পোস্টারিং একটি বড় রাজনৈতিক বার্তা প্রকাশ করছে, যা রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনীতির দিকেও ইঙ্গিত দিচ্ছে। দত্তাবাদে পোস্টারটি একদিকে যেমন রাজনৈতিক বিতর্ক (Political debate) সৃষ্টি করেছে, তেমনি এটি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা (Political awareness) বাড়ানোর কাজও করছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশে এমন পোস্টারিংয়ের ঘটনা নতুন নয়, কিন্তু সল্টলেকের (Saltlake) এই নতুন পোস্টার রাজনৈতিক উন্মাদনার চিত্র তুলে ধরছে। এটা স্পষ্ট যে, রাজনীতির মঞ্চে এখন শুধু বড় রাজনৈতিক দলগুলোই নয়, সাধারণ জনগণও তাদের মতামত প্রকাশের ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT