Sandeshkhali: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা, বরাদ্দ ৮ কোটি

জেলা রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: সুন্দরবনের অন্যতম প্রান্তিক অঞ্চল সন্দেশখালির (Sandeshkhali) স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোতে বড়সড় উন্নয়নের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো, মাত্র তিন মাসের মধ্যেই সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের (Sandeshkhali Rural Hospital) সার্বিক পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হল ৮ কোটি টাকা। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমোদন মিলেছে, যার ফলে দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ Kolkata Metro : মেট্রোতে কাটছাঁটের রেশ, যাত্রীদের ওপর বাড়তি ভাড়া

গত বছরের ডিসেম্বর মাসে বসিরহাট মহকুমার সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি এখানকার গ্রামীণ হাসপাতালের জরাজীর্ণ পরিকাঠামো দেখে দ্রুত উন্নয়নের নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির গুরুত্ব বুঝেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে (Hospital Beds Increase) ৩০ থেকে ৬০ করা হবে এবং পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে। অতীতে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে অস্ত্রোপচার কিংবা প্রসূতি বিভাগের ব্যবস্থা ছিল না। ফলে গর্ভবতী মহিলাদের বা জরুরি রোগীদের চিকিৎসার জন্য কয়েক কিলোমিটার দূরের বসিরহাট জেলা হাসপাতালে ছুটতে হতো। অনেক সময় নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় রোগীর অবস্থা গুরুতর হয়ে যেত। কিন্তু এবার সেই সমস্যা মিটতে চলেছে।

৮ কোটি টাকা বরাদ্দ হওয়ার ফলে হাসপাতালটিতে একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (Operation Theatre) তৈরি করা হবে। সেই সঙ্গে থাকবে প্রসূতি বিভাগ, যেখানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরিষেবা (Maternity Services) চালু করা হবে। পাশাপাশি, হাসপাতালের এমার্জেন্সি ইউনিট (Emergency Unit) চালু করা হবে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য এক বড় স্বস্তি বয়ে আনবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সন্দেশখালির (Sandeshkhali) মানুষ। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) কৌশিক মণ্ডল বলেন, _”আমরা আজ অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা মাত্র তিন মাসের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে। বরাদ্দকৃত অর্থে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হবে এবং চিকিৎসা পরিষেবার মান অনেকটাই বাড়বে।” সুন্দরবনের বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার (Healthcare Services) প্রধান ভরসা সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল। এতদিন এখানে উন্নত চিকিৎসা পরিকাঠামোর অভাব থাকায় রোগীদের বসিরহাট বা কলকাতার (Kolkata) বড় হাসপাতালে যেতে হতো। তবে এবার হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে এবং অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি বসানো হবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রাজ্য সরকারের এই অর্থ বরাদ্দের বিষয়টি মুখ্যমন্ত্রী নিজেই চিঠি দিয়ে সন্দেশখালির বিধায়ককে জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, _”সুন্দরবনের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নয়নের জন্য এই বরাদ্দ খুব গুরুত্বপূর্ণ।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সন্দেশখালির সাধারণ মানুষ এখন আশাবাদী যে, নতুন পরিকাঠামো চালু হলে তাদের আর দূরের হাসপাতালে ছুটতে হবে না। রাজ্য সরকারের এই উদ্যোগ সন্দেশখালির পাশাপাশি সুন্দরবনের অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।