Siliguri: বেআইনি পাচার রুখতে পুলিশের কড়া পদক্ষেপ!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা বেআইনি বালি ও পাথর (illegal sand and stone transportation) পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ বিশেষ এক অভিযান চালায়। এই অভিযানে চারটি ট্রাক আটক করা হয়েছে। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে চারজন ট্রাকচালককে। ধৃতদের নাম হীরালাল সাহানি, সুনীল ওরাও, বিপুল ওরাও এবং আনোয়ার হোসেন। পুলিশ সূত্রের খবর, ওই চারজনই ট্রাকচালক। তারা বেআইনিভাবে (illegal mining) মহানন্দা নদী (Mahananda River) থেকে বালি ও পাথর উত্তোলন করে তা মিডিল পলাশের দিকে নিয়ে যাচ্ছিল। পুলিশি অভিযানের সময় তাদের গাড়ি আটক করা হয়।

আরও পড়ুন:- Siliguri: মজুরি – বোনাসের দাবিতে রাজপথে চা শ্রমিকরা

প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে মহানন্দা নদী সহ অন্যান্য সংবেদনশীল এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। বেআইনি বালি ও পাথর পরিবহনের ফলে পরিবেশের (environmental damage) ক্ষতি হচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধৃত চারজনকে আজ বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) আদালতে (Siliguri Court) পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে আরও কঠোর অভিযান চালানো হবে, যাতে বেআইনি বালি ও পাথর পরিবহনের (illegal transportation) চক্র ধরা পড়ে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শিলিগুড়ির (Siliguri) মতো শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকাগুলিতে বেআইনি বালি ও পাথর খনন (illegal sand and stone mining) এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের সাম্প্রতিক অভিযানে এই ধরনের চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে এবং বেআইনি খনন রুখতে সাহায্য করতে হবে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ি ও আশপাশের অঞ্চলে বেআইনি খননের বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে। পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT