নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির আশিঘর আউটপোস্ট এলাকায় শান্তিনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মহিলার স্নানের সময় গোপনে তার ছবি তোলার অভিযোগ (Siliguri Privacy Violation) উঠেছে এক যুবকের বিরুদ্ধে । এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযোগ পাওয়ার পর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে তিনি জানান, অজ্ঞাতসারে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ এবং অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করে।
আরও পড়ুন:- TMC: অভিষেকের কাছে নালিশ, বিস্ফোরক অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির
গ্রেফতার হওয়া যুবকের নাম দেবাশীষ রায়। তিনি মধ্য শান্তিনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে দেবাশীষ স্বীকার করেছে যে, সে ভিডিও তুলেছিল। তবে অভিযুক্ত জানায় পরে সে ভিডিওটি ডিলিট (delete) করে দিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করাই যথাযথ পদক্ষেপ (Siliguri Privacy Violation) নেওয়া হচ্ছে। গ্রেফতারের পর আশিঘর আউটপোস্টের পুলিশ দেবাশীষকে ভক্তিনগর থানায় (Bhaktinagar Police Station) হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার, তাকে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) পেশ করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ায় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশেষ করে মহিলাদের গোপনীয়তা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন অনেকেই । সচেতনতার পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার (misuse of technology) রোধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলায় স্নানের সময় কিছু মহিলার ছবি গোপনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এসব ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে টাকার বিনিময়ে বিক্রির অভিযোগও ওঠে। এই ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং নারীদের প্রতি অনৈতিক (Siliguri Privacy Violation) ও বেআইনি আচরণের স্পষ্ট উদাহরণ। নারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে কড়া নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।