Suvendu Adhikari: আসন্ন বিধানসভা নির্বাচনে মোদীকে বড় উপহার দেওয়ার ঘোষণা শুভেন্দুর

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আজ বৃহস্পতিবার তমলুকে ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা। ‘তৃণমূল হটাও রাজ্য বাঁচাও, মমতা হটাও রাজ্য বাঁচাও’ এমন স্লোগান তুলে তমলুকে পথযাএা করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই মেদিনীপুরের মাটি থেকে শুভেন্দু জানিয়ে দিলেন আগামী বছরের বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপি কতগুলি আসনে পাবে। শুধু বাংলায় নয় পূর্ব মেদিনীপুরে কতগুলি আসন জিতবে তাও স্পষ্ট করে বলে দিয়েছেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে পা মেলান কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। সেই মিছিল থেকেই শুভেন্দু বলেছেন, মেদিনীপুরে ১৬ টি আসন জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবেন। আদালতের নির্দেশ অনুসারে এদিন তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। এদিন কীর্তন সহকারে মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিল তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিহনা, ময়না বিধায়ক অশোক দিণ্ডা, তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারিয়েছেন। জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন। শপথ নিন আমরা এই জেলা ১৬টি বিধানসভা আসনেই জিতব। রাজ্যে ১৮০ টি আসন পাবো অন্তত। এবার মমতাকে প্রাক্তন করব।” পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু।

আরও পড়ুনঃ Nagpur Incident: নাগপুর নিয়ে কারা উত্তর দিতে পারবেন, জানিয়ে দিলেন মমতা

উল্লেখ্য, দোলের দিন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। পুলিশ প্রশাসনের সামনে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হলেও তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। প্রশাসনের ব্যর্থতা অভিযোগ তুলে পদযাত্রা করার ঘোষন করা হয়। কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। তারপরেই কলকাতা আদালতে দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার দুপুরে পদযাত্রার অনুমতি দেন। তবে মিছিলের জন্য একাধিক শর্তও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। আদালতে অনুমতি নিয়েই দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত মিছিল করা করেন শুভেন্দু (Suvendu Adhikari) । আদালত একহাজার লোক নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে জানানো হয়েছিল স্কুল চত্বরে নীরবতা বজায় রাখতে হবে। উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/