নিউজ পোল ব্যুরো: সম্প্রতি দলের বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) চাঁচল ১ ব্লক কমিটির সভাপতি শেখ আফসার আলি। তিনি দলের সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একটি ই-মেইলে (E-mail) তিন পৃষ্ঠার অভিযোগ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, এলাকার বিধায়ক দলীয় সংগঠনের উন্নতির জন্য কোনও উদ্যোগ নেন না এবং নিজেদের স্বার্থে কাজ করছেন।
আরও পড়ুন:Barasat Court: খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন
আফসার আলি অভিযোগ করেন, ব্লক স্তরের বিভিন্ন দলীয় কর্মসূচি (Party program) কার্যকর হচ্ছে না এবং বিধায়ক নিজের ইচ্ছা অনুযায়ী সরকারি পদগুলির জন্য তালিকা তৈরি করছেন। এমনকি এলাকায় কিছু বিদ্যালয়ে, সরকারি ব্যবস্থাপনা কমিটিতে বিরোধীদের স্থান দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
আফসার আলি আরও দাবি করেন, কুমার শিবপদ লাইব্রেরিতে সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী দলের সদস্যদের বসানোর জন্য এক ধরনের পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, কিছু স্থানীয় সরকারি পদের ক্ষেত্রে বিরোধীদের স্থান দেওয়ার জন্য বিভিন্ন স্তরের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং গ্রামীণ পঞ্চায়েতের প্যানেলে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি, কিছু অঞ্চলে বিধায়করা জনস্বাস্থ্য কারিগরি দফতরের (Technical Department) প্রকল্পে অনৈতিকভাবে নাম অন্তর্ভুক্ত করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরিস্থিতিতে, শেখ আফসার আলি জানান, যে তিনি দলের বিরুদ্ধে এই অভিযোগ আনতে বাধ্য হয়েছেন, কারণ দলীয় নেতাকর্মীরা তৃণমূল (TMC) কংগ্রেসের (TMC) আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। তিনি অভিযোগ করেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি পৌঁছানো অত্যন্ত জরুরি, কারণ দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অভিযোগে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।