নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে ঝাড়গ্রামের (Jhargram) নিউ টাউন শিপ প্রাথমিক বিদ্যালয়ে। ফলস্বরূপ, মিড ডে মিলের (Mid-day meal) ভাত রান্নার জন্য পর্যাপ্ত জল না পাওয়ায় শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মুড়ি ও চানাচুর। এই ঘটনা ঝাড়গ্রাম (Jhargram) শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত বিদ্যালয়ে ঘটেছে। প্রায় এক বছর ধরে স্কুলের পানীয় জলের (Drinking water) পাম্প অকেজো হয়ে পড়ে আছে, এবং গরমকালে জল সংকট (Water crisis) আরও তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন:Sunita Williams: পৃথিবীতে ফিরে কেমন আছেন সুনীতা?

এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়, যেখানে পড়ুয়াদের সংখ্যা প্রায় ২৫০ জন। বিদ্যালয়ের পাশে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার (Anganwari Center) এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের সঙ্গে সংলগ্ন ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়াম, থানা এবং বিডিও অফিস রয়েছে, কিন্তু এ সমস্ত প্রশাসনিক দফতরগুলি বিদ্যালয়ের জল সমস্যার (Water problem) সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, তারা একাধিকবার জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, কাউন্সিলর এবং বিভিন্ন দফতরে অভিযোগ জানালেও কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলের পানীয় জলের সংকট শুধু মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে না, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ ও অভিভাবকরা উদ্বিগ্ন। তারা আশা করছেন যে প্রশাসন দ্রুত সমস্যাটি সমাধান করবে, যাতে স্কুলে পড়ুয়াদের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা যায়। কিন্তু, এখন পর্যন্ত স্কুলের এই জল সমস্যা সমাধানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখনও পর্যন্ত, মিড ডে মিলের জন্য ভাত রান্নার পরিবর্তে শিক্ষার্থীদের মুড়ি, চানাচুর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি, জল সমস্যা না মিটলে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং তাদের শিক্ষার পরিবেশও বিঘ্নিত হতে পারে।