Nagpur Incident: নাগপুর নিয়ে কারা উত্তর দিতে পারবেন, জানিয়ে দিলেন মমতা

কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি উত্তাল হয়ে উঠেছেছিল মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) পরিস্থিতি। হিন্দুত্ববাদী সংগঠনগুলি মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে। এই নিয়েই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নেমে আক্রান্ত হয় পুলিশবাহিনীও। নাগপুরের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একাধিক আলোচনার সময় নাগপুরের প্রসঙ্গ উঠলে সোজাসুজি জানিয়ে দিলেন তাঁর মতামত।

সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়েই মুখ্য়মন্ত্রী সাফ বললেন নাগপুরে ঠিক কি হয়েছে তার উত্তর দিতে পারবে তাঁর জোট সঙ্গী উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারা। নাগপুরের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আমি কোনও রকম হিংসাকেই সমর্থন জোগাতে পছন্দ করিনা। এমনকি, যখন বিরোধী হিসাবে লড়েছি, সেই সময়ও কোনও সাম্প্রদায়িক হিংসাকে ইন্ধন জোগাইনি। যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, এখানেও তার প্রভাব পড়েছিল। সেই সময় আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলাম। প্রশাসনিক কর্তাদের বলেছিলাম যে আমাকে জানান যদি আমি কোনও ভাবে সাহায্য় করতে পারি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আর প্রসঙ্গ যখন মহারাষ্ট্র, সেক্ষেত্রে বলতে পারি, এই প্রসঙ্গে আপনারা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াদের জিজ্ঞাসা করুন, ওরা উত্তর দিতে পারবে। এই প্রসঙ্গে আমাদের একটাই বক্তব্য একতাই বিশ্বাস।’

আরও পড়ুনঃ Chhattisgarh: ছত্তিশগড়ে এনকাউন্টার, শহিদ পুলিশকর্মী, নিহত ২২ মাওবাদী

এই প্রসঙ্গে উল্লেখ্য, নাগপুরে হিংসার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত ফাহিম খান নামের এক ব্যক্তিকে। নাগপুর শহরে ১৭ মার্চ গোষ্ঠী হিংসা ছড়িয়েছিল ফাহিম গুজব ও উসকানিতে। এমনটাই অভিযোগ পুলিশের। অভিযুক্ত স্থানীয় মাইনরিটিস ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নেতা বলেও জানানো হয়েছে।
ফাহিম খান এমডিপির সভাপতি। তিনি যশোধরা নগরের সঞ্জয় বাগ কলোনির বাসিন্দা। গ্রেফতারের পর আদালতের নির্দেশে ২১ মার্চ অবধি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে। সেই ঘটনা নিয়েই এদিন মুখ খোলেন মমতা। তবে সরাসরি কিছু না বলে জোট সঙ্গীদের ঘাড়ে দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/