Abhishek-Arjun: অর্জুনের বিয়ে নিয়ে যা বললেন অভিষেক, শুনলে অবাক হবেন!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বলিপাড়ায় কান পাতলেই শোনা যেত তাদের দাম্পত্য কলহ নিয়ে নানা গুঞ্জন। এমনকি তাদের ডিভোর্সের (Divorce Rumors) গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এখন সবটাই অতীত! সম্প্রতি ‘হোলি কা দহন’ (Holi Ka Dahan) অনুষ্ঠানে বচ্চন পরিবারে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও (Aaradhya Bachchan Annual Function) একই ফ্রেমে ধরা দিয়েছেন তারা। সব মিলিয়ে তাদের সম্পর্কের সমীকরণ আগের চেয়ে অনেক বেশি মজবুত বলেই মনে করছেন অনুরাগীরা।(Abhishek-Arjun)

আরও পড়ুন:- Salman-Katrina: সলমন খানের এক মন্তব্যেই চুপ ক্যাটরিনা!

এদিকে, বলিউডের আরেক ব্যাচেলর তারকা অর্জুন কাপুর (Arjun Kapoor) সম্প্রতি প্রেমিকা মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গল জীবন উপভোগ করছেন। কিন্তু বিয়ে প্রসঙ্গে অভিষেক মজার ছলে তাকে (Abhishek-Arjun) কিছু পরামর্শ দিয়ে ফেলেন। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (Award Ceremony) অর্জুন অভিষেককে মজার এক প্রশ্ন করে বসেন, “আপনার জীবনে এমন কেউ আছেন, যিনি ‘আই ওয়ান্ট টু টক’ (I Want To Talk)?” বললে আপনি টেনশন এ পড়ে যান। এই প্রশ্ন শুনে হাসতে হাসতে অভিষেক বলেন, “তোমার এখনও বিয়ে হয়নি, যখন হবে তখন এই উত্তর নিজে থেকেই পেয়ে যাবে!” এখানেই শেষ নয়! আরও একধাপ এগিয়ে অভিষেক মজা করে বলেন, “যেদিন স্ত্রী ফোন করে বলবে—‘আমার কিছু কথা আছে’ (We Need To Talk), বুঝে নিও, তুমি বেশ বড় সমস্যায় পড়তে চলেছো!”এই রসিকতা শুনে দর্শকদের হাসির রোল পড়ে যায়।(Abhishek-Arjun)

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রসঙ্গত, অভিষেক এবার ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার (I Want To Talk Movie) জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। দুই দশকের ফিল্মি ক্যারিয়ারে (Bollywood Career) এটিই তার প্রথম সেরা অভিনেতার সম্মান। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন জুনিয়র বচ্চন!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT