নিউজ পোল ব্যুরো: রাতে (Night) হাতির গতিবিধি (Elephant Movement) পর্যবেক্ষণ করতে গিয়ে বিট অফিসারকে (Beat Officer) মারধর। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত গাড়ি (Vehicle) ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট (Wildlife Protection Act) অনুযায়ী বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে। ঝাড়গ্রামের (Jhargram) ডিএফও (D.F.O) উমর ইমাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী (Wildlife) বিরক্ত করার উদ্দেশ্যে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:Visva-Bharati Ashram: দীর্ঘ ৫ বছর পর খুলল বিশ্বভারতীর দরজা, সিদ্ধান্ত নতুন উপাচার্যের
বাঁশতলা বিট অফিসার প্রতিপ মারান্ডি জানান, হাতির গতিবিধি পর্যবেক্ষণ করার সময় গাড়িতে মদ্যপান করা হচ্ছিল। তিনি তাদের সরে যেতে বলেন তবুও যুবকরা তর্ক করতে শুরু করেন। এর পরপরই তারা হঠাৎ আক্রমণ (Attack) করে এবং মারান্ডির হাত ও চোখে আঘাত (Injury) করে। বর্তমানে প্রতিপ মারান্ডি ঝাড়গ্রাম (Jhargram) হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalized)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (Higher Authorities) জানালে, অভিযুক্তদের ঝাড়গ্রাম (Jhargram) থেকে গ্রেফতার (Arrested) করা হয়। অভিযুক্তদের আইনজীবী (Lawyer) দাবি করেছেন, তার মক্কেলরা নির্দোষ। তাদের মতে, জঙ্গল রাস্তায় চলার সময় বিট অফিসার (Beat Officer) তাদের বাধা (Obstruction) দেন। তখন কিছু তর্কবিতর্কের পরই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করা হয়।
এছাড়াও, আইনজীবী আরও বলেন, যে শিকার (Hunting) করতে গেলে অস্ত্র (Weapon) থাকা উচিত, কিন্তু অভিযুক্তদের কাছে এমন কিছু ছিল না। বনদফতরের (Forest Department) পক্ষ থেকে এর কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বর্তমানে, ঝাড়গ্রাম আদালত অভিযুক্তদের ইন্টিরিম বেল মঞ্জুর করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT