Siliguri Theft: শিলিগুড়ির ডেয়ারি ফার্ম থেকে চুরি একাধিক সামগ্রী

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির মাটিগাড়ার একটি ডেয়ারি ফার্ম (Dairy Farm) থেকে কপার পাইপ (Copper Pipe), মিল্ক ক্যান (Milk Can), এবং তার (Electric Wire) চুরির অভিযোগ। চুরির(Siliguri Theft) তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং (Anti-Crime Wing)। তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে চুরি যাওয়া একাধিক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার মাটিগাড়া থানায় ডেয়ারি ফার্মের পক্ষ থেকে মাটিগাড়া থানায় চুরির অভিযোগ (Theft Complaint) দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। তদন্তের প্রথম ধাপে সত্যম রায় (Satyam Roy) নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Sub-Divisional Court) তোলা হলে পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ দেয় শিলিগুড়ি আদালত।

আরও পড়ুন:- Siliguri: এসিপির অপমানজনক কাজে ক্ষুব্ধ জনগণ!

ধৃত সত্যমকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করে পুলিশ আরও দু’জন অভিযুক্তের নাম জানতে পারে। বৃহস্পতিবার রাতেই রনজয় (Ranjay) এবং জ্যোতিষ (Jyotish) নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রীও (Siliguri Theft) উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি হওয়া কপার পাইপ, মিল্ক ক্যান এবং বিদ্যুতের তার উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এই তিনজন একটি সংঘবদ্ধ চক্রের (Theft Gang) সঙ্গে জড়িত থাকতে পারে। তাই ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শুক্রবার ধৃত তিনজনকেই শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। কিন্তু আদালত এখনও কোন রায় ঘোষণা করেনি। পুলিশ ইতিমধ্যেই তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এই চুরির ঘটনায় (Siliguri Theft) আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি অঞ্চলে ক্রমাগত ছোট-বড় চুরির ঘটনা বাড়ছে। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পেয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT