নিউজ পোল ব্যুরো: তিনি এখন প্রাক্তন বিজেপি সাংসদ। মাঝে বেশকিছু দিন তাঁকে সক্রিয় ভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। তবে রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের সক্রিয় হয়েছেন বিজেপি নেতা। হ্যাঁ কথা হচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। আজ শুক্রবার তিনি গিয়েছিলেন খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে। সেখানে গিয়েই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাতেই তিনি মেজাজ হারান। ভোটের আগে বিজেপি নেতার এই রূপে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।
এদিন বিজেপি নেতাকে দেখেই লাকার মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। বিক্ষুব্ধ মহিলারা প্রশ্ন করেন দিলীপ ঘোষ বর্তমানে মেদিনীপুরের সাংসদও-বিধায়ক নন, তাহলে কেন তিনি রাস্তার উদ্বোধন করতে এসেছেন? এই নিয়েই শুরু হয় বাকযুদ্ধ। ঠিক তখনই মেজাজ হারান বিজেপি নেতা। এক মহিলার অভিযোগ,প্রাক্তন বিজেপি সাংসদ তাঁকে ‘বাপ তুলে’ কটাক্ষ করেন। এমনকি দিলীপ ঘোষ তাঁর গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন বলেও মহিলা অভিযোগ করেছেন। বিজেপি নেতা সেখানে যেতেই মহিলা প্রশ্ন করেন, “হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।” এতেই মেজাজ হারান দিলীপ ঘোষ। পাল্টা জবাবে তিনি বলেন, “চোদ্দো পুরুষ তুলব।”
আরও পড়ুনঃ Jadavpur: যাদবপুরে স্নাতকোত্তরের পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ
বিজেপির মন্তব্যের প্রতিবাদে স্থানীয় মহিলা দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান। বিস্তর চাপানউতোর তৈরি হয় এলাকাজুড়ে। তবে এত কিছুর পরেও দিলীপ ঘোষ নিজের অবস্থান থেকে অনড় রয়েছেন। “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” তার পরেই মহিলা পাল্টা প্রশ্ন করেন “আপনি বাপ তুলে কেন কথা বলছেন?” তখন দিলীপ ঘোষ নাকি বলেন, “চোদ্দো পুরুষ তুলব।” এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রাক্তন বিজেপি সাংসদ রাস্তা উদ্বোধন প্রসঙ্গে বলেন,”আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।” প্রাক্তন বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দার ঝড় উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT