নিউজ পোল ব্যুরো: ‘মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই ছুরি চালিয়েছি গলায়। একটু ভিডিও করে দিন আমার মোবাইলে। ভাইরাল করবো।’ এরপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর এক ব্যক্তি। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের (Domjur) সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায়। রাত সাড়ে নটা নাগাদ এক ব্যক্তি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার আগে তিনি আশপাশের লোকজনকে অনুরোধ করেন তার মোবাইলে (Mobile) একটি ছবি তুলে ভাইরাল (Viral) করে দেওয়ার জন্য।
আরও পড়ুন:Panskura: পাঁশকুড়ায় উন্নয়নের ছোঁয়া, খরচ আড়াই কোটি
পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রানা। তিনি ডোমজুড়ের (Domjur) জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা হলেও আদতে ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষ। দীর্ঘদিন ধরে তিনি ডোমজুড়ের (Domjur) একটি কারখানায় (Factory) কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকাই নিজের গলায় ছুরি চালান। তারপর এক দোকানদারকে অনুরোধ করেন তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দিতে। তিনি বারবার বলতে থাকেন, “মেয়েটি ধোঁকা দিয়েছে, তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন, ভাইরাল করব।” এরপর কয়েক মিনিটের মধ্যেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক (Critical Incident)।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশান্ত সিংহ রানার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য বলে মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT