Donald Trump : অবিশ্বাস্য! আমেরিকায় শিক্ষা দফতরই তুলে দিলেন ট্রাম্প

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: অবিশ্বাস্য! এক কথায়, অবিশ্বাস্য! দ্বিতীয়বার ক্ষমতায় এসেই একের পর এক চমকে দেওয়া পদক্ষেপ নিচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে এবারে যে নির্দেশ তিনি দিয়েছেন তার যেন তুলনাই হয় না। এবারে রাষ্ট্রপতির নির্দেশে বন্ধ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতরটাই। যে ঘটনা শুধু সেদেশের মানুষকেই নয়, আচম্বিত করছে গোটা বিশ্বকে।

আরও পড়ুনঃ Pakistan : ভারতের মদতেই বালুচিস্তানে সন্ত্রাস হচ্ছে! অভিযোগ পাকিস্তানের

দেশ থেকে শিক্ষা দফতর যে তুলে দেওয়া হবে তা অবশ্য আগেই ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার সেই আদেশনামায় সাক্ষর করে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করলেন। এর ফলে এবার থেকে শিক্ষাখাতে আর কোনও প্রকার ব্যয় বরাদ্দ করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন। বদলে আমেরিকার বিভিন্ন প্রদেশগুলিকে এই সংক্রান্ত বিষয়ে মাথা ঘামানোর ভার তুলে দেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump) দেশের শিক্ষা দফতর তুলে দেওয়ার ফলে দেশজুড়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি অনুদানের ওপর নির্ভরশীল সেগুলি এই নির্দেশিকার ফলে বড়সড় বিপদে পড়ে গেল। উল্লেখ্য, ১৯৭৯ সালে আমেরিকার শিক্ষা দফতরকে কেন্দ্রীয় প্রশাসনের অধীনে নিয়ে আসা হয়েছিল। এবারে সেই শিক্ষা দফতর বন্ধ করে দিলেন একের পর এক অত্যাশ্চর্য সিদ্ধান্ত নেওয়া ট্রাম্প।‌

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথমেই প্রশাসনিক ব্যয় কমানোর কথা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। দেশ থেকে শিক্ষা দফতর তুলে দেওয়া সেই পরিকল্পনারই অংশ। বৃহস্পতিবার আদেশনামায় সাক্ষর করার পর ট্রাম্প বলেন, “এই দফতর রেখেও ভাল কিছু হচ্ছিল না। তাই এটা আমরা বন্ধ করতে চলেছি। খুব শিগগিরই তা করা হবে।” সূত্রের খবর, শিক্ষা দফতরে এত দিন ৪,২০০ জনেরও বেশি কর্মরত ছিলেন। অন্যদিকে ২৫ হাজার কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল দফতরটির জন্য। এবারে সেই বরাদ্দই বন্ধ হতে চলেছে।