নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া (Forecast Today) দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কিছু অংশে আগামী দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন (Anti-Cyclonic Circulation) তৈরি হয়েছে, যার ফলে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় অক্ষরেখা (Trough) গঠিত হয়েছে।
আরও পড়ুন:- Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন (Weather Change) হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে। কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature) ইতিমধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (Celsius) ছাড়িয়ে গেছে। পশ্চিমের জেলাগুলিতে (Western Districts) তাপপ্রবাহ (Heat Wave) পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ফের আবহাওয়া (Forecast Today) বদলে দুর্যোগের আশঙ্কা।আবহাওয়াবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির (Thunderstorm with Rain) সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) কিছু অংশে হাওয়ার গতিবেগ ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
শীত বিদায় নিয়েছে উত্তরবঙ্গে, এবার গ্রীষ্মের (Summer) আগমন। তবে গরমের মাঝেই আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, শুক্রবার (Friday) ও শনিবার (Saturday) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে (Hill Districts) এই দুই দিন ঝড়-বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, শুক্রবার ও শনিবার উত্তরের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড়ি অঞ্চলে (Hill Areas) সতর্ক থাকতে বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া।উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে ৩৫ ডিগ্রির ওপরে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ। কালবৈশাখীর জন্য হলুদ ও কমলা সতর্কতা (Yellow & Orange Alert) জারি। দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Alipore)। আবহাওয়ার আরও আপডেটের জন্য চোখ রাখতে হবে আবহাওয়া সংস্থার (Forecast Today) রিপোর্টের দিকে।