নিউজ পোল ব্যুরো: পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় শুক্রবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হলদিয়া বন্দর (Haldia Port) থেকে কয়লা বোঝাই (Coal Loaded Truck) করে যাওয়ার সময় ট্রাকের চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের উপর উল্টে (Road Accident) যায় ট্রাকটি। ঘটনাস্থল ১১৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়া রানিচক (Ranichak) এলাকা। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনার ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের (traffic congestion) সৃষ্টি হয়, যা দীর্ঘক্ষণ ধরে অব্যাহত থাকে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় শুক্রবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) । হলদিয়া বন্দর (Haldia Port) থেকে কয়লা বোঝাই (Coal Loaded Truck) করে যাওয়ার সময় ট্রাকটির চাকা ফেটে যায় এবং সেটি ওভারব্রিজের উপর উল্টে যায়। ঘটনাস্থল হল ১১৬ নম্বর জাতীয় সড়কের (National Highway 116) হলদিয়া রানিচক (Ranichak) এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি হলদিয়া বন্দর থেকে কয়লা নিয়ে মেচেদার (Mecheda) দিকে যাচ্ছিল। দুপুর ২টা নাগাদ হলদিয়া রানিচকের কাছে ওভারব্রিজের ওপর হঠাৎ ট্রাকটির চাকা ফেটে যায় (Tyre Burst), ফলে ভারসাম্য হারিয়ে সেটি সড়কের উপর উল্টে পড়ে। ট্রাকে থাকা চালক ও খালাসি গুরুতর আহত হন।
আরও পড়ুন: Barasat: সিকিম থেকে বাংলায় ফিরল যুবকের দেহ
জাতীয় সড়ক অবরুদ্ধ, সাধারণ মানুষ সমস্যায় ট্রাকটি উল্টে যাওয়ার ফলে বিপুল পরিমাণ কয়লা রাস্তায় ছড়িয়ে পড়ে, যার ফলে ১১৬ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ অবরুদ্ধ হয়ে যায় (Road Blocked)। দুর্ঘটনার কারণে একাধিক পণ্যবাহী ট্রাক (Goods Carrier Truck) ও যাত্রীবাহী বাস (Passenger Bus) আটকে পড়ে। যাত্রীরা দীর্ঘ সময় ধরে অসুবিধার সম্মুখীন হন। নিত্যযাত্রীদের (Daily Commuters) সমস্যার মধ্যে পড়তে হয় কারণ রাস্তার একাংশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হলদিয়া থানার (Haldia Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। আহত চালক ও খালাসিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে (Local Health Center) ভর্তি করা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকের অতিরিক্ত ওজন (Overloaded Truck) ছিল কিনা, কিংবা রাস্তায় কোনো গর্ত বা অন্য কোনো কারণ ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে।”

দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তার জন্য প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। নিয়মিত যানবাহনের চাকা ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এছাড়া ট্রাকগুলোর ওজনসীমা মেনে চলা এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণ (Driver Training) দেওয়াও গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল যে জাতীয় সড়কগুলিতে ট্রাক চলাচলের ক্ষেত্রে আরও কড়া নিয়ম প্রয়োজন। প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ নেয়, তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনার সংখ্যা কমতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব পেজের লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT