নিউজ পোল ব্যুরো: শুক্রবার (Friday) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত লন্ডনের এই এয়ারপোর্টে (Heathrow Airport) শুক্রবার এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের নিকটস্থ একটি বৈদ্যুতিক সাবস্টেশনে (substation) মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহে গুরুতর বিঘ্ন ঘটে। এই কারণে, বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার সারাদিন কোনো বিমান ওঠানামা করবে না।
আরও পড়ুন:Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ!
এই সাবস্টেশনটি মূলত হিথরো বিমানবন্দরকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং তার উপর নির্ভর করেই বিমানবন্দরের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। তাই, অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিমানবন্দরটি (Heathrow Airport) বন্ধ রাখার সিদ্ধান্ত (Dicision) নেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমাদের যাত্রীদের এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ দিনের জন্য বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এই আকস্মিক পরিস্থিতির কারণে যাত্রীদের মধ্যে বেশ কিছু অস্বস্তি তৈরি হয়েছে, এবং বিশ্বব্যাপী বিমান চলাচলের সূচিতে যে বিঘ্ন ঘটতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। লন্ডন ফায়ার ব্রিগেডের তরফে জানানো হয়েছে, আগুন নেভাতে তারা ১০টি দমকল ইঞ্জিন ও ৭০ জন কর্মী নিয়োগ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তবে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্থানীয় এলাকাতেও ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে, এবং প্রায় ১৬ হাজার ৩০০ টি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস (Scottish and Southern Electricity Networks) জানিয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হবে।
এদিকে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষত যেখানে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন সেই স্থানগুলি পরিহার করার জন্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT