মিলন পন্ডা, পূর্ব মেদিনীপুর: স্ত্রী’কে পুড়িয়ে হত্যার চেষ্টা ঘটনায় (Murder News) ১৪ বছর পর দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত স্বামী। শুক্রবার (Friday) হলদিয়া মহকুমা আদালতের (Haldia Sub-divisional Court) অতিরিক্ত জেলা দায়রা বিচারক (Additional District Sessions Judge) অঞ্জন কুমার সরকার অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা (fine) করা হয়েছে। ২০০৭ সালে দুর্গাচক থানার (Durgachak Police Station) কুমারচক গ্রামের অজয় মিশ্রের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল হলদিয়া থানার (Haldia Police Station) বৈষ্ণবচক গ্রামের সমীর কুলোভীর। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের (dowry demand) জন্য স্ত্রী’কে শারীরিক ও মানসিক নির্যাতন করত সমীর। প্রায়ই মারধর করে তার স্ত্রী’কে বাড়ি থেকে বের করে দিত সে।
আরও পড়ুন:- Water Treatment Plant: পানীয় জলের সমস্যা সমাধানে নয়া উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের
বছরের পর বছর এই অত্যাচার চলতে থাকে। অবশেষে ২০১১ সালের ২৯ আগস্ট রাতে সমীর তার স্ত্রী’কে হত্যার চেষ্টা করে। গায়ে কেরোসিন (kerosene) ঢেলে আগুন লাগিয়ে দেয় (Murder News)। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল নিয়ে যায় (Haldia Subdivisional Hospital)। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে (Tamluk District Hospital) স্থানান্তরিত করা হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনার পরদিন, ৩০ আগস্ট, নির্যাতিতার মা হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের পর পুলিশ ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code – IPC) ৪৯৮(এ) (IPC 498A), ৩২৬ (IPC 326) ও ৩০৭ (IPC 307) ধারায় অভিযুক্ত সমীর কুলোভী ও তার মা সন্ধ্যা কুলোভীর নামে চার্জশিট (charge sheet) জমা দেয়। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার আদালত অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে। তবে প্রমাণের অভাবে মা সন্ধ্যা কুলোভীকে বেকসুর খালাস দেওয়া হয়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
আদালতের রায়ে, ৪৯৮(এ) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড। ৩০৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। তবে তিনটি সাজা একসঙ্গে চলবে। মামলার (Murder News)সরকারি আইনজীবী (Public Prosecutor) সোমনাথ ভূঁইয়া বলেন, “আদালত ৮ জন সাক্ষীর বয়ান শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। আইনের নিরিখে এই রায় যথাযথ হয়েছে।”এই রায়ের ফলে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান হল। তবে নৃশংস এই ঘটনায় ন্যায়বিচার পেলেন নির্যাতিতা স্ত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT