নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি শক্তিশালী বার্তা, যেখানে নারীসমাজের অসীম শক্তি, প্রজ্ঞা ও সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শিত হয়। নারী জাতির অবদানকে সম্মান জানাতে এবং তাদের অধিকারের জন্য সংগ্রামকে উদযাপন করতে উৎসর্গিত। নারীরা সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু এখনও অনেক বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই নারীদের নিয়ে শুক্রবার বালুরঘাটের (Balurghat news) বালুছায়া সভাগৃহে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের (Dakshin Dinajpur University) উদ্যোগে এক বিশেষ সেমিনার (Seminar) অনুষ্ঠিত হয়। এদিন এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং বালুরঘাট (Balurghat) মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমান চক্রবর্তী।

আরও পড়ুন:Balurghat: সঠিক পেশা বেছে নিতে পড়ুয়াদের জন্য ক্যারিয়ার গাইডেন্স শিবির!
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) সারা বিশ্বে উদযাপন হয়। তবে সেমিনারের (Seminar) গুরুত্ব বজায় রাখতে ৮ মার্চের পরিবর্তে শুক্রবার (Friday) এই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বালুরঘাট (Balurghat News) মহিলা মহাবিদ্যালয় (Balurghat Women’s College) সহায়তা প্রদান করে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এদিনের সেমিনারে (Seminar) সমাজের নানা স্তরে নারীদের ভূমিকা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা নারীশক্তির বিকাশ এবং সমানাধিকারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, এবং কর্মসংস্থানে উন্নতি সাধন করা জরুরি। এই অনুষ্ঠানে নারী অধিকার (Women’s Rights) এবং তাদের সমান সুযোগ সুনিশ্চিত করার কথা ওঠে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজের নারী সম্প্রদায়ের প্রতি সম্মান ও সমর্থন জানানো হয়। অংশগ্রহণকারীরা এ বিষয় নিয়ে গভীর আলোচনা করেন। জেলা শাসক বিজিন কৃষ্ণা (Bijin Krishna) বলেন, “নারীশক্তি শুধু সমাজ নয়, দেশের উন্নয়নে অপরিহার্য। আমরা সকলেই যদি নারীদের অধিকার ও সমান সুযোগ প্রদান করি, তবে তারা নিজেদের প্রতিভা প্রমাণ করতে সক্ষম হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই সেমিনার ছিল নারী দিবসের এক গুরুত্বপূর্ণ উদযাপন, যেখানে নারী স্বাধীনতা ও উন্নতির দিক নিয়ে একটি নতুন আলোচনা শুরু হয়।