Water Crisis: মিড-ডে মিলেও সংকট, ব্লক প্রশাসনের উদাসীনতা!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তর দিনাজপুরের ইটাহারের (Itahar) সুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (Suliapara Primary School) দীর্ঘ সাত মাস ধরে চলছে তীব্র পানীয় জলের সংকট ( Water Crisis)। স্কুলে দুটি নলকূপ (Deep Tube Well) থাকলেও, সেগুলি বিকল হয়ে পড়ে আছে বহুদিন। ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও এই সমস্যার শিকার হচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, জলের অভাবে মিড-ডে মিলের (Mid-Day Meal) রান্নার জল সংগ্রহ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ (Protest) দেখান এবং শিক্ষকদের ঘেরাও করেন।

আরও পড়ুন: Mathurapur: ধর্ষণের পর খুনের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী

সুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৭ জন ছাত্রছাত্রী এবং ৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। দীর্ঘদিন ধরে নলকূপ অকেজো (Water Crisis) থাকায় ছাত্ররা বাধ্য হয়ে বাড়ি থেকে পানীয় জল (Drinking Water) নিয়ে আসছে। এমনকি শৌচকর্মের জন্যও (Sanitation Problem) তাদের বাড়িতে ফিরে যেতে হচ্ছে, যা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিক্ষকদের অভিযোগ, তারা একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনোরকম স্থায়ী সমাধান (Permanent Solution) পাওয়া যায়নি। এই দীর্ঘস্থায়ী সমস্যার প্রতিবাদে শুক্রবার স্কুলের গেটে তালা (Lockdown Protest) মেরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তারা শিক্ষকদের স্কুলে আটকে রেখে স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দাবিতে সোচ্চার হন। প্রধান শিক্ষকের অভিযোগ, বারবার ব্লক প্রশাসন, পঞ্চায়েত (Panchayat) এবং এসআই অফিসে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তিনি বিডিওকে ফোন করলে, তিনি গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেন বলে অভিযোগ। এতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইটাহার থানার পুলিশ এবং এসআই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়। বিক্ষোভের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক (Drinking Water Tank) পাঠানো হবে। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। অভিভাবকদের দাবি, স্কুলের নলকূপ (Tube Well) মেরামত করে স্থায়ী সমাধান না করা হলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।