Jhargram: ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা, অভিযুক্ততে ২২ বছরের কারাদণ্ডের সাজা

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়েই নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। বিশেষ করে নাবালিকারা কিছু মানুষের বিকৃত লালসার শিকার হচ্ছেন। এক বছর আগে ঝাড়গ্রামে এমনি একটি ঘটনা ঘটেছিল। ঝাড়গ্রামে (Jhargram) নাবালিকাকে ধর্ষনের অভিযোগে অভিযুক্তকে ২২ বছরের কারাদণ্ড ও ২৫০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত।

সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ধর্ষনের মামলায় বাঁকুড়ার রাইপুরের বাসিন্দা অপূর্ব রুই দাসকে ২২ বছরের সাজা ঘোষণা করেন বিচারক। ২০২৩ সালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে আত্মীয়ের মেয়েকেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রাম মহিলা থানায়। এর পরেই তাকে ভয় দেখিয়ে চুপ রাখা হয় বলে অভিযোগ। কাউকে কিছু জানালে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়। পর্বরতী সময়ে ঐই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ধামা চাপা দিতে পরিবারের লোকজন গর্ভপাতের জন্য একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তারপরেই তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে হাসপাতাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

আরও পড়ুনঃ High Court Judge: বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হতেই বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

ঝাড়গ্রাম (Jhargram) জেলা হাসপাতালে ভর্তি হবার পরেই পরিবারের তরফ থেকে ঝাড়গ্রাম মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর। এরপর বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা হয়। মামলা দায়ের হওয়ার পর তদন্তকারী অফিসার মৌমিতা জানা দু’মাসের মাথায় আদালতে চার্জশিট জমা দেন। ঘটনায় আদালতে মোট ১৫ জন সাক্ষী দিয়েছিলেন। সেই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঝাড়গ্রাম পকসো আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় বুধবার অপূর্বকে দোষী সাব্যস্ত করেন। সরকার পক্ষের আইনজীবী শুভাশিস দ্বিবেদী বলেছেন যদি অভিযুক্ত জরিমানা দিতে না পারেন তাহলে তিন মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/