Mamata Banerjee: পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শনিবারই লন্ডনে পাড়ি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শনিবার সকালে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, আপাতত পিছিয়ে যাচ্ছে সেই কর্মসূচি। নেপথ্যে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ডে হিথরো বিমানবন্দর বিমান পরিষেবা বাতিল হওয়া। এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: লন্ডন সফরে যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

এই আগুনের জেরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কর্মসূচিতে তড়িঘড়ি বদল আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। এর ফলেই বিমান ওঠানামার ক্ষেত্রে জারি করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। সূত্রের খবর, ২২ তারিখের পরিবর্তে তিনি ২৪ মার্চ লন্ডন রওনা হবেন। সূত্রের আরও খবর এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে ।

মুখ্যমন্ত্রী শনিবার সকাল ৯টা ১০ মিনিটে কলকাতা থেকে বিমানে চাপবেন, সূচি ছিল এমনটাই। তাঁর সঙ্গে মুখ্যসচিব সহ আরও বেশ কয়েকজনের যাওয়ার কথা ছিল। এরপর রাত ৮টা নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার কথা ছিল তাঁদের। সব মিলিয়ে কর্মসূচি ছিল একেবারে ঠাসা। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল হওয়ায় আপাতত বাতিল সেই সমস্ত কর্মসূচিও।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শুক্রবার সকালে একটি বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার ফলে গোটা এলাকায় হাজার হাজার বাড়িঘর এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ১৫০ জনকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় সংলগ্ন এলাকা থেকে। পাশাপাশি এই ঘটনার জেরে উড়ান বন্ধ হয়ে যায় লন্ডনের হিথরো বিমানবন্দরেও। শুক্রবার সারাদিন উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া ২২ মার্চ মমতার (Mamata Banerjee) লন্ডন যাওয়ার ফ্লাইট বাতিল করেছে।