Mathurapur: ধর্ষণের পর খুনের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী

breakingnews অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে (Mathurapur) ফের ঘটে গেল লজ্জাজনক ঘটনা। এক গৃহবধূকে ধর্ষণ (rape) করে খুনের (attempt to murder) চেষ্টার অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার (arrest) করেছে পুলিশ এবং তাকে আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ Mumbai : কার্বন মনোক্সাইড ইনহেল করে মৃত্যু যুবকের

জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের নির্যাতিতা মহিলা মথুরাপুরের পাটুলিঘাটা এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করে নির্যাতিতাকে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি সে, মহিলাকে নৃশংসভাবে হত্যা (murder attempt) করার পরিকল্পনাও করেছিল বলে অভিযোগ। নির্যাতিতার স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, ধর্ষণের পর ওই যুবক ধারালো অস্ত্র (sharp weapon) দিয়ে মহিলাকে কোপায়। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ (strangulation attempt) করার চেষ্টাও করা হয়। তবে ভাগ্যক্রমে কোনও মতে প্রাণে বেঁচে যান গৃহবধূ। পরিবার ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে (Diamond Harbour Medical College Hospital) চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। যদিও তিনি এখন স্থিতিশীল (stable) অবস্থায় আছেন, তবে আঘাত অত্যন্ত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। এই নৃশংস ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও গোপন সম্পর্ক (secret affair) থাকতে পারে, যা হয়তো এই অপরাধের কারণ হয়ে উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির (strict punishment) দাবি তুলেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই ঘটনা আবারও প্রমাণ করল, সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে (crime against women) আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পুলিশের তরফে জানানো হয়েছে, অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা (legal action) দায়ের করা হয়েছে এবং নির্যাতিতার স্বামী ও স্থানীয়দের বয়ান রেকর্ড করা হচ্ছে।