নিউজ পোল ব্যুরো: বালুচিস্তান নিয়ে মারাত্মক চাপে রয়েছে পাকিস্তান (Pakistan)। সেখানে বালুচ বিদ্রোহীদের আন্দোলন ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে পাক সরকারের। এবারে এই অশান্ত বালুচিস্তানের দায় চিরশত্রু ভারতের ঘাড়ে চাপাল পাকিস্তান। অবশ্য এই প্রথম নয়। এর আগে জাফর এক্সপ্রেসে বালুচ বিদ্রোহীদের হামলার দায়ও ভারতের ওপর চাপানোর চেষ্টা করেছিল পাকিস্তান।
আরও পড়ুনঃ Sunita Williams : সুনীতাদের সুস্থ করে তোলা কঠিন হবে, জানালেন ট্রাম্প
গত সপ্তাহেই জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনা ঘটে পাকিস্তানের (Pakistan ) বালুচিস্তানে। এই ট্রেনের ২১ জন যাত্রীকে হত্যা করে বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের সদস্যরা। এর পাশাপাশি অবশ্য ৩৩ জন সন্ত্রাসবাদীরও মৃত্যু হয়। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকত আলি খানের অভিযোগ, ওই ঘটনায় কোনও প্রতিবাদ জানায়নি ভারত।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র সরাসরি জানিয়েছেন, “ভারতের স্পষ্ট যোগ রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসে মদত দেওয়া এবং বালুচিস্তানের পরিবেশ অশান্ত করা ক্ষেত্রে তাদের যোগ থাকার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট।” এর আগে গত সপ্তাহেও একই অভিযোগে আনা হয়েছিল ইসলামাবাদের তরফে। তখন অবশ্য পাল্টা দেয় ভারতও।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই সময় নাম না করে খোঁচা দিয়েছিলেন চিরশত্রুদের। বলেন, “সন্ত্রাসের আঁতুড়ঘর কোথায় সেটা গোটা বিশ্ব জানে।” তিনি অন্যের ঘাড়ে দোষ চাপানোর পরিবর্তে নিজেদের দিকে তাকানোর বার্তা দিয়েছিলেন পাকিস্তানকে (Pakistan)। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য এখনও পর্যন্ত দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবারই পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।