Air India: বিমানে যাত্রীর রহস্যজনক মৃত্যু!

দেশ

নিউজ পোল ব্যুরো: উড়ান চলাকালীনই মৃত্যু হল এক যাত্রীর। এই মর্মান্তিক ঘটনা ঘটে এয়ার ইন্ডিয়ার (Air India) AI2845 বিমানে। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি লখনউয়ের চৌধুরি চরণ সিং বিমানবন্দরে (Lucknow Airport) অবতরণ করে। এরপরই ওই যাত্রীর নিথর দেহ পাওয়া যায় তার আসনে। বিমানে উপস্থিত এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এয়ার ইন্ডিয়ার (Air India Flight) AI2845 বিমানটি দিল্লি (Delhi) থেকে রওনা দেয় লখনউয়ের (Lucknow) উদ্দেশ্যে। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে বিপর্যয়। বিমানটি যখন লখনউতে নামে, তখন অন্যান্য যাত্রীরা বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই বিমানকর্মীদের নজরে আসে ওই ব্যক্তি।

আরও পড়ুন:- Delhi Airport: বন্ধ থাকবে বিমান পরিষেবা

মৃত ব্যক্তির নাম আশিফ দৌল্লা আনসারি (Ashif Daulla Ansari)। তিনি বিহারের (Bihar) বাসিন্দা ছিলেন। উড়ানের সময় তাকে নিয়ম অনুযায়ী খাবার (In-flight Meal) পরিবেশন করা হয়েছিল, কিন্তু সেই খাবার তিনি খাননি। সব যাত্রীরা বিমান (Air India) থেকে নেমে গেলেও ওই ব্যক্তি নিজের আসনে চোখ বন্ধ করে বসেছিলেন। ঠিক তখনই সন্দেহ হয় বিমান কর্মীদের। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন ওই ব্যক্তি হয়তো ঘুমোচ্ছেন। পরে বিমানকর্মীরা তার কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। দেখা যায়, তিনি যেভাবে সিটবেল্ট (Seatbelt) বেঁধেছিলেন, সেটি তখনও সেভাবেই বাঁধা রয়েছে। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে বলে অনুমান করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিমান (Air India) অবতরণের পর তাকে প্রথমিক চিকিৎসা (First Aid) দেওয়া হয়। পরে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে (Life Support Ambulance) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা (Doctors) তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের (Post-Mortem) জন্য তার দেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে কর্তৃপক্ষ। এই আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর (Airport) জুড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT