নিউজ পোল ব্যুরো: একজন বুদ্ধির চালে চৌষট্টি খোপের খেলায় মাত দেন প্রতিপক্ষকে। অন্যজনের বুদ্ধির কাছেও হার মানে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা। দুজনেই তামিল। এবার দুজনের দেখা হল চেন্নাইয়েই (Chennai)। রবিবার আইপিএলের (IPL 2015) মেগা ডুয়েলে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)। তারই প্রস্তুতিতে ব্যস্ত সুপার কিংসরা (Chennai Super Kings)। এর মাঝেই বিশ্বচ্যম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ (D Gukesh) চিপকে (MA Chidambaram Stadium) এলেন রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন: IPL 2025: বোধনেই ঘনাচ্ছে মেঘ? টিকিট যাচ্ছে কোথায়? কোহলি না শাহরুখ, কিং কে? শহর জুড়ে যেন ক্রিকেটের উৎসব
১৮ বছর বয়সী দাবা প্রতিভা শুধু সাক্ষাৎই করেননি, অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে দাবাও খেলেছেন। গুকেশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে তরুণ দাবা চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করেছেন। এছাড়াও বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জিতেছেন। গত বছর চীনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা গুকেশ।

অন্যদিকে বিশ্ব ক্রিকেট অন্যতম বুদ্ধিদীপ্ত ক্রিকেটার অশ্বিন (Ravichandran Ashwin)। বছর দশে পর আবারও চেন্নাই দলে ফিরেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। গুকেশের সঙ্গে দাবা খেলার ব্যাপারে রীতিমত উত্তেজিত ছিলেন তিনি। দুজনের মধ্যেই চলে হাসি-ঠাট্টা। খেলা শেষে গুকেশকে সিএসকের জার্সি উপহার দেওয়া হয় এবং যে বোর্ডে দুজনে দাবা খেলছিলেন সেটিতেই নিজের অটোগ্রাফ দিয়ে তাঁর হাতে তুলে দেন অশ্বিন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে শুধু অশ্বিনই (Ravichandran Ashwin) নন। বিশ্বনাথন আনন্দ, গ্যারি কাসপারভদের মত কিংবদন্তি দাবাড়ুদের রেকর্ড ভেঙে দেওয়া গুকেশের পছন্দের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। প্রথমবার কোন ক্রিকেট স্টেডিয়ামে ঢুকে আপ্লুত তিনি। ক্রিকেটারদের অনুশীলন দেখলেন। তুললেন ছবিও। তাঁর বিশ্বাস কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার মাধ্যমে ২০২৫ সালে আরও বড় সাফল্য অর্জন করবেন।