Recruitment Scam: অভিযুক্ত তালিকা থেকে বাদ পার্থর জামাই

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)। ইডি (Enforcement Directorate – ED)-র করা মামলায় এতদিন তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন। কিন্তু ‘রাজসাক্ষী’ (Approver) হওয়ার পর আদালত তাঁর নাম অভিযুক্তদের তালিকা থেকে সরানোর নির্দেশ দিল। ইডির তরফে এই আবেদন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তা আদালতের অনুমোদন পেল।

আরও পড়ুন: Partha Chatterjee: চাপ বাড়ল পার্থর, রাজসাক্ষী হয়ে গোপন জবানবন্দি জামাই কল্যাণময়ের

ইডির অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় পাওয়া বেআইনি অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন কল্যাণময়। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে মিলে তিনি বিভিন্ন বেআইনি আর্থিক কারবার চালাতেন বলে অভিযোগ। মূলত, নিয়োগ দুর্নীতির মাধ্যমে পাওয়া ঘুষের অর্থ পরিচালনার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ইডি দাবি করেছিল যে, পার্থের তৈরি করা একাধিক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তিনি এবং বেআইনি টাকা ওই সংস্থাগুলোর মাধ্যমে ঘুরিয়ে সাদা করা হত। পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তৈরি ‘এইচআরআই ওয়েলথ ক্রিয়েশন রিয়েলটরস পাবলিক লিমিটেড’ নামক সংস্থার ডিরেক্টর পদে ২০১৯ সালের জুন মাসে আসেন কল্যাণময়। ইডির চার্জশিট অনুযায়ী, এই সংস্থা বেআইনি অর্থ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হত। একইভাবে, পার্থের স্ত্রীর নামে তৈরি ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট’-এও কল্যাণময় যুক্ত ছিলেন। ইডির দাবি, এই ট্রাস্টের মাধ্যমে ১ কোটি ১৭ লক্ষ ৭৫ হাজার ৯১০ টাকার ‘ডোনেশন’ (Donation) নেওয়া হয়েছিল, যা আসলে নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া বেআইনি অর্থ।

সম্প্রতি ইডির তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে এবং কল্যাণময় রাজসাক্ষী হতে রাজি হন। বিশেষ আদালতে তিনি নিজে আবেদন করে জানান যে, তিনি মামলার মূল তথ্য প্রকাশ করতে চান। তদন্তকারীদের কাছে গোপন জবানবন্দি (Confidential Statement) দেন তিনি, যেখানে তিনি নানা আর্থিক লেনদেনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান। এরপর ইডি আদালতে আবেদন করে যে, যেহেতু তিনি এখন রাজসাক্ষী, তাই তাঁকে অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হোক। অবশেষে আদালত ইডির এই আবেদন মঞ্জুর করে। এর ফলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে আর গণ্য হবেন না কল্যাণময় ভট্টাচার্য। তবে রাজসাক্ষী হওয়ার অর্থ, তিনি এখন তদন্তকারীদের সহযোগিতা করবেন এবং মূল অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রশ্ন উঠছে, কল্যাণময় যেহেতু রাজসাক্ষী হয়েছেন, তাহলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত আরও কতটা তীব্র হবে? বিশেষজ্ঞদের মতে, ইডির হাতে নতুন তথ্য আসতে পারে, যা পার্থ এবং অন্যান্য অভিযুক্তদের বিপদ বাড়াতে পারে। এছাড়া, নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত অন্যান্যদের ভূমিকা নিয়েও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এই ঘটনা নিঃসন্দেহে বড় মোড়। আদালতের এই নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াইকে আরও কঠিন করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, কল্যাণময়ের সাক্ষ্য আদালতে কী প্রভাব ফেলে এবং নিয়োগ দুর্নীতির মূল চক্রীদের বিচার কতদূর এগোয়।