Rahul Gandhi: দেশদ্রোহিতার মামলা রাহুল গান্ধীর বিরুদ্ধে, সমন পাঠালো আদালত

দেশ

নিউজ পোল ব্যুরো: “আমাদের লড়াই বিজেপি বা আরএসএসের বিরুদ্ধে নয় বরং ভারতের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে” কংগ্রেস কর্মীদের এক সম্মেলনে এমনটা মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই মন্তব্য নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। ওই মন্তব্যের জেরেই এবার বিপাকে সনিয়া পুত্র। সেই বক্তব্যের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সম্ভালের জেলা জজ আদালত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ৪ এপ্রিল জবাব দিতে অথবা হাজির দেওয়ার নোটিশ জারি করেছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দুই রাজ্যে মামলা দায়ের হয়েছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে আইনজিবী শচীন গোয়েল বলেছেন, আদালত অভিযোগটি গ্রহণ করেছে এবং রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে। ৪ এপ্রিল আদালতে হাজির হতে অথবা জবাব জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে ও উত্তরপ্রদেশের সম্ভলে মামলা দায়ের হয়েছে। আইনজিবী বলেছেন, “লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১৫ জানুয়ারী ২০২৫ তারিখে একটি বিবৃতি দিয়েছিলেন যে ‘আমরা এখন বিজেপি, আরএসএস এবং ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি’। সিমরান গুপ্তা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য বিশেষ এমপি/এমএলএ আদালতে মামলা করেছিলেন। সিজেএম এখতিয়ারের ভিত্তিতে এটি বাতিল করে দিয়েছিলেন। আমরা সেই আদেশের বিরুদ্ধে একটি রিভিশন পিটিশন দায়ের করেছি এবং সম্ভালের জেলা জজ আদালত রাহুল গান্ধীকে ৪ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।”

আরও পড়ুনঃ RG Kar: আরজি করের নিরাপত্তা রক্ষীদের তলব CBI-এর

যদিও কংগ্রেস এই নিয়ে মাথাব্যথা করতে নারাজ। কংগ্রেসের দাবি করেছে এর আগেও বহু রাজ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো এই মামালা নিয়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে মোট ৩০টি মামলা দায়ের হল । এই বিষয় নিয়ে নতুন করে কংগ্রেস তথা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি। রাহুল গান্ধী বলেছিলেন, “আমাদের আদর্শ, আরএসএসের আদর্শের মতো, হাজার হাজার বছর পুরনো, এবং এটি হাজার হাজার বছর ধরে আরএসএসের আদর্শের বিরুদ্ধে লড়াই করে আসছে। ভাববেন না যে আমরা একটি ন্যায্য লড়াই করছি। এতে কোনও ন্যায্যতা নেই। যদি আপনি বিশ্বাস করেন যে আমরা বিজেপি বা আরএসএস নামক একটি রাজনৈতিক সংগঠনের সাথে লড়াই করছি, তাহলে আপনি বুঝতে পারেননি কী ঘটছে। বিজেপি এবং আরএসএস আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আমরা এখন বিজেপি, আরএসএস এবং ভারতের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করছি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/