নিউজ পোল ব্যুরো: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ে তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ছাত্রীরা অভিযোগ তুলেছে, ক্লাস চলাকালীন আপত্তিকর স্পর্শ (Inappropriate Touch) ও অশালীন অঙ্গভঙ্গি করা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। সম্প্রতি, রাতের বেলাতেও তাদের ফোনে অশ্লীল মেসেজ (Obscene Messages) পাঠানো শুরু হয়। বৃহস্পতিবার এই অভিযোগকে কেন্দ্র করে স্কুল চত্বরে প্রবল বিক্ষোভ (Protest) দেখান ছাত্রীরা ও তাদের অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক (Acting Headmaster) নিরঞ্জন মণ্ডল পদত্যাগ করেন।
আরও পড়ুন:- Jhargram : ঝাড়গ্রামের তরুণ প্রতিভাদের জাতীয় পর্যায়ে উত্থান, সংবর্ধিত হলেন বিজয়ীরা
স্কুলের এক ছাত্রীর অভিযোগ, অঙ্কের শিক্ষক (Mathematics Teacher) তাকে অশ্লীল মেসেজ পাঠান ও ব্যক্তিগত ছবি পাঠাতে বলেন। ভূগোলের শিক্ষক (Geography Teacher) ক্লাসে ‘ব্যাড টাচ’ (Bad Touch) করেন এবং ম্যাপ পয়েন্টিং শেখানোর নামে হাত চেপে ধরেন। অভিযুক্তদের বিরুদ্ধে (Sexual Harrasment) বুধবারই প্রধানশিক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনও পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার ক্ষুব্ধ ছাত্রীরা প্রতিবাদে নামে। বিক্ষোভের সময় অভিযুক্ত দুই শিক্ষক স্কুলেই ছিলেন। স্কুলের অন্যান্য শিক্ষকদের ফোন থেকে তাদের ডাকা হয়। অভিভাবকদের দাবি, চাপের মুখে ওই দুই শিক্ষক নিজেদের দোষ স্বীকার করেন। যদিও আরেক অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
প্রতিবাদের জেরে স্কুল পরিচালন সমিতি (School Management Committee) জরুরি বৈঠক ডাকে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি শান্ত না হওয়ায় প্রধানশিক্ষক পদত্যাগের ঘোষণা করেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি অলোক নাথ জানান, প্রধানশিক্ষক তাকে স্কুলের চাবি (School Keys) তুলে দিয়েছেন এবং সিদ্ধান্তের দায় প্রশাসনের (Administration) উপর ছেড়েছেন। কালনা মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ জানান, ছাত্রীদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং স্কুলের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অভিভাবকরা দাবি তুলেছেন, অভিযুক্ত শিক্ষকদের (Sexual Harrasment) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তাদের অপসারণ করতে হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়ে সবাই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT