নিউজ পোল ব্যুরো: জলের সংকট মেটাতে এক নতুন উদ্যোগ গ্রহন করেছে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation)। অমৃত ২.০ প্রকল্প (AMRUT 2.0 project)-এর আওতায় ফুলবাড়িতে দ্বিতীয় পর্যায়ের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (Water Treatment Plant)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র গৌতম দেব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দুলাল দত্ত, বিরোধী দলনেতা অমিত জৈন এবং অন্যান্য কাউন্সিলররা।
আরও পড়ুন:Jhargram: বিট অফিসারকে মারধর! গ্রেফতার ২

অমৃত ২.০ প্রকল্পের অধীনে প্রায় ৫১১ কোটি টাকা ব্যয়ে একটি মেগা পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর আগে গজলডোবায় (Gajoldoba) ২০৪ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছিল। ওই প্রকল্পের ৪২ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গজলডোবায় তিস্তা নদী থেকে (Teesta River) জল সংগ্রহ করে একটি পাইপলাইনের (Pipeline) মাধ্যমে ফুলবাড়িতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে (Water Treatment Plant) আনা হবে।
আরও পড়ুন:Jadavpur University: এ রাজ্যে ভোটে বামেদের জয়
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এবার দ্বিতীয় পর্যায়ে, প্রায় ২৮৭ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (Water Treatment Plant) নির্মিত হবে। এই পরিশ্রুত জল বৃহত্তর শিলিগুড়ির বাসিন্দাদের সরবরাহ করা হবে।

এই প্রকল্পটি শিলিগুড়ির জলের সমস্যা মেটাতে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শহরের পানীয় পরিষেবা (Water Supply) আরও উন্নত করবে এবং বিশুদ্ধ পানীয়ের জন্য বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT