Tesla-Tata: টেসলার নতুন চমক, সঙ্গী টাটা

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: ভারতের বাজারে টেসলা এবং টাটার (Tesla-Tata) নতুন সম্পর্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) ব্যাটারিচালিত গাড়ি সংস্থা (Electric vehicle or EV) টেসলা শীঘ্রই ভারতে প্রবেশ করতে চলেছে। তার আগে টাটা গোষ্ঠী তাদের বিভিন্ন প্রযুক্তিগত পণ্য সরবরাহের মাধ্যমে টেসলার (Tesla-Tata) সঙ্গী হতে শুরু করেছে। এতে টাটা অটোকম্প, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), টাটা টেকনোলজিস এবং টাটা ইলেকট্রিকের সঙ্গে টেসলার ঘনিষ্ঠ সম্পর্ক (Tesla-Tata) গড়ে উঠেছে। এই সম্পর্কের মাধ্যমে দু’পক্ষই একে অপরকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:GST: জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি ছাড়,নতুন রূপরেখা

বিশ্বের গাড়ি বাজারের বিশাল অংশ দখল করে থাকা টেসলা এখন ভারতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। টাটা গোষ্ঠী তাদের সঙ্গে বিভিন্ন উপাদান সরবরাহ করবে। যার মধ্যে কাস্টিং, ফোরজিংস, ইলেকট্রনিক্স এবং ফ্যাব্রিকেশন আইটেম অন্তর্ভুক্ত। এক টাটা কর্তার মতে, “টেসলার সিনিয়র গ্লোবাল প্রকিউরমেন্ট টিম আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় পণ্য নিয়ে আলোচনা করেছে। আমরা এগুলি সরবরাহ করতে পারব।” এর ফলে টেসলার ইভি উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গত বছর টাটা গোষ্ঠী এবং টেসলার (Tesla-Tata) মধ্যে ২০০ কোটি ডলারের চুক্তি হয়। এই চুক্তি টেসলার ভারতে তাদের কার্যক্রম শক্তিশালী করার জন্য একটি বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করছেন, টাটার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক টেসলাকে ভারতে ইভি উৎপাদন বাড়াতে সাহায্য করবে।

টেসলার পরিকল্পনা শুধু পণ্য সরবরাহ পর্যন্ত সীমাবদ্ধ নয়, তারা ভারতের মাটিতেই বৈদ্যুতিন গাড়ি তৈরি করার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। এই নতুন জোটে টাটার প্রযুক্তিগত ক্ষমতাও টেসলার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT