নিউজ পোল ব্যুরো: দীর্ঘ পাঁচ বছর পর সর্বসাধারণের জন্য পুনরায় খুলল বিশ্বভারতী আশ্রমের (Visva-Bharati Ashram) দরজা। ২০১৯ সালের পর থেকে এই জায়গাটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) নবনিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ (Probir Kumar Ghosh) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, আশ্রমের (Ashram) প্রাঙ্গণ আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
আরও পড়ুন:Barasat: মন্দিরে নিরাপত্তা নেই? বিখ্যাত কালী মন্দিরে ভয়ঙ্কর চুরি!
উপাচার্য জানান, বিশ্বভারতী এখন (World Heritage) ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্থান হিসেবে পরিচিত, যা আন্তর্জাতিকভাবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনা করে আশ্রমের প্রবেশপথ (Entrance) সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বভারতী (Visva-Bharati Ashram) পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, তাই তাদের সুবিধা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।’
কোভিড-১৯ (COVID 19) মহামারির কারণে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রমের প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন। এই নিষেধাজ্ঞা (Restrictions) বেশ কয়েক বছর ধরে কার্যকর ছিল। তবে, এখন পরিস্থিতি বদলেছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর আশ্রমের দরজা আবার সবাইকে স্বাগত জানাচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এটি নিয়ে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে (Tourist) উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলেন, “এটি যদি আগে হতো, তবে আরও ভালো হতো।” আশ্রমের (Visva-Bharati Ashram) নতুন প্রবেশপথ খুলে দেওয়া, একদিকে যেমন একটি দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়েছে, তেমনি অন্যদিকে এটি বিশ্বভারতীকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বর্তমানে আশ্রমের সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং এখানে পর্যটকদের আগমন আরও বেশি হবে, যা বিশ্বভারতীর বৈশ্বিক পরিচিতি আরও বাড়াবে।