নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) নির্দেশ দিয়েছিলেন সকলকে নিয়ে চলতে হবে। দলের অন্দরে কোনও ভেন্দাভেদ না করার বারতা দিয়েছিলেন দলনেত্রী। তার পরেই এই প্রথম বোলপুর তৃণমূলের জেলা দফতরে শনিবার ডাকা হয়েছিল তৃণমূলের (TMC) কোর কমিটির বৈঠক। সেই বৈঠকেই হাজির ছিলেন না খোদ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
দুই মাস পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক শুরুতে এদিন দেখা গেল না কেষ্টকে। বোলপুর জেলায় তৃণমূলের প্রধান কার্যালয় শনিবার দুপুর ৩টে তে বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে এসে পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, আরো দুই সদস্য বিধায়ক অভিজিৎ সিনহা এবং আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেখানেই দেখা যায়নি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি দেউচা-পাচামির বৈঠক করবেন বলে জানান। বোলপুরের কোর কমিটি ছেড়ে কেষ্ট এদিন গিয়েছেন মহম্মদবাজারের বৈঠকে। তবে শুধু অনুব্রত মণ্ডল নন এদিনের বৈঠকে ছিলেন না তাঁর ঘনিষ্ঠ নেতা সুদীপ্ত ঘোষও।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/17/koel-mallick-nispal-singh-rane-love-story-tollywood-inspiration/
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেউচায় খননকার্য শুরু হয়েছে। তবে তারপর থেকে দেউচায় বেশ কিছু সামাজিক সমস্যা দেখা দিয়েছে। তার সমাধানের জন্যই এদিন অনুব্রত (Anubrata Mondal) সেখানে গিয়েছেন বলে খবর। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করতে ৩০ জনের একটি কমিটি তৈরি করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
