নিউজ পোল ব্যুরো: ভাঙড়ে ফের পুলিশের উপর হামলার ঘটনা ঘটল (Bhangar News)। জমি বিবাদ (Land Dispute) মেটাতে গিয়ে পুলিশের উপর চড়াও হল জনতা। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট এলাকায় (Polerhat)। পোলেরহাটের নাটাপুকুর এলাকায় (Natapukur) জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয় বাসিন্দা রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা এবং জাহাঙ্গির মোল্লার মধ্যে এই বিবাদ শুরু হয়। বিষয়টি পুলিশের কানে পৌঁছায়। পরিস্থিতি চরমে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’জনকে আটক করে।
আরও পড়ুন:- Jhargram: বিদ্যুৎহীনতায় নাজেহাল গ্রামবাসী, পথ অবরোধ
পুলিশ অভিযুক্তদের গাড়িতে তোলার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্থানীয় জনতা পুলিশের উপর হামলা চালায়। কলকাতা পুলিশের এক কনস্টেবল সুশান্ত মণ্ডলকে (Constable) মারধর করা হয়। কিল, চড়, ঘুসি মেরে অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তারা। পুলিশ ভ্যান ভাঙচুরেরও (Vandalism) হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। এই ঘটনার (Bhangar News) পরপরই তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার (Arrest) করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনা (Bhangar News) নতুন নয়। এর আগেও একাধিকবার রাজ্যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। বীরভূম (Birbhum), হুগলি (Hooghly), মেদিনীপুর (Medinipur)-সহ বিভিন্ন জেলায় পুলিশের উপর আক্রমণের নজির রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকা পুলিশকর্মীদের বারবার টার্গেট করেছে জনতা। ভাঙড়ের এই ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের উপর হামলার ঘটনা ঠেকাতে বাড়ানো হতে পারে নজরদারি (Surveillance)। রাজ্যে ক্রমশ বাড়তে থাকা পুলিশের উপর হামলার ঘটনা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইন রক্ষকদের উপর বারবার হামলা আইনশৃঙ্খলার প্রশ্ন তুলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT