Honeymoon Destination: হানিমুন প্ল্যান নিয়ে চিন্তা? কম বাজেটেই ঘুরে আসুন এই জায়গা থেকে

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: বিয়ের পর হানিমুন (honeymoon) তো চাই-ই, কিন্তু বাজেটের কথা ভেবে অনেকেই পিছিয়ে যান। বিয়ের খরচ সামলে আবার দীর্ঘ ছুটি নিয়ে দূরে কোথাও ঘুরতে (Honeymoon Destination) যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই! ভারতের উত্তরবঙ্গ (North Bengal) আপনাকে কম খরচে (budget-friendly) মধুচন্দ্রিমার (romantic getaway) এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar)— এই জায়গাগুলোতে স্বল্প ব্যয়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা সম্ভব। চলুন, দেখে নেওয়া যাক কিছু অনন্য গন্তব্য!

তোদে-তাংটা (Tode-Tangta)

কালিম্পং জেলার শেষপ্রান্তে অবস্থিত তোদে-তাংটা। ভারত-ভুটান সীমান্তের (India-Bhutan border) কাছে অবস্থিত এই দুটি যমজ গ্রাম প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ জায়গা। গরুবাথান ব্লকের (Gorubathan Block) অন্তর্গত এই স্থান ঝালং (Jhalong) থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। তোদে থেকে আরও ৩.৫ কিলোমিটার এগোলেই তাংটা। এই দুই গ্রাম দিয়ে বইছে দাবাই (Dabai), চুমং (Chumong) ও সীমানা (Seemana) নদী, যা বর্ষার সময় প্রবল স্রোত নিয়ে বয়ে যায়। তাই বর্ষাকালে যাওয়া একটু কঠিন, তবে বছরের বাকি সময় এখানে মধুর সময় কাটাতে পারেন। মূলত লেপচা (Lepcha), রাই (Rai) ও ভুটিয়া (Bhutia) সম্প্রদায়ের মানুষজন এখানে বসবাস করেন, তাই স্থানীয় সংস্কৃতি (local culture) খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। যারা অ্যাডভেঞ্চারপ্রেমী, তারা নদীর ধারে হাঁটতে বা জঙ্গলের মধ্যে হাইকিং (hiking) করতে পারেন। নেওড়া ভ্যালি (Neora Valley) অঞ্চলের এই অংশ প্রকৃতিপ্রেমী ও অফবিট পর্যটকদের জন্য আদর্শ হানিমুন ডেস্টিনেশন।

আরও পড়ুন:- Travel: গরমের ছুটিতে পাহাড়ের এক অফবিট স্বর্গ!

অহলদারা (Ahaldara)

কার্শিয়াং (Kurseong) অঞ্চলের এক সুন্দর পাহাড়ি গ্রাম অহলদারা, যা মূলত তার ভিউ পয়েন্টের (viewpoint) জন্য বিখ্যাত। এখান থেকে কার্শিয়াংয়ের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। সবুজ পাহাড়, চা বাগান (tea garden) আর কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) অপূর্ব দৃশ্য একসঙ্গে দেখতে পারবেন। বিশেষ করে সূর্যাস্তের (sunset) সময় এখানকার দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। তাই সন্ধ্যার দিকে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে, যারা নির্জনে থাকতে চান, তাঁরা এখানকার হোমস্টেগুলিতে (homestay) রাত কাটাতে পারেন। এছাড়া, যারা একটু অ্যাডভেঞ্চার চান, তাঁদের জন্য অহলদারায় জঙ্গল সাফারি (jungle safari) করার সুযোগও রয়েছে। পাহাড়ের সবুজ প্রকৃতি আর নির্জন পরিবেশ— নবদম্পতিদের জন্য একেবারে পারফেক্ট।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ঋষিহাট (Rishihat)

দার্জিলিং শহর (Darjeeling town) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ঋষিহাট। এটি মূলত এক পুরনো ব্রিটিশ আমলের চা বাগান (tea estate)। আগে এটি সেরিং বাগান (Sering Tea Estate) নামে পরিচিত ছিল, তবে এখন এটি অর্গানিক চায়ের (organic tea) জন্য বিখ্যাত। প্রতি বছর এখানে কয়েক’শ টন চা উৎপাদিত হয়। যদি প্রকৃতির মধ্যে একান্তে কিছু মুহূর্ত কাটাতে চান, তাহলে ঋষিহাট আপনার জন্য আদর্শ জায়গা। এখানে চা বাগানের মধ্যে বেশ কিছু সুন্দর হোমস্টে রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। চা বাগানের ভেতর দিয়ে রোমান্টিক (Honeymoon Destination) হেঁটে বেড়ানোর মজাই আলাদা!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিয়ে মানেই শুধু আয়োজন নয়, নতুন জীবনের শুরুও বটে। আর এই নতুন শুরুর মুহূর্তগুলো সুন্দরভাবে কাটানো দরকার। ব্যয়বহুল বিদেশ সফর বা বড় বাজেটের প্ল্যান না করলেও চলবে, বরং উত্তরবঙ্গের অফবিট হানিমুন ডেস্টিনেশনগুলো (Honeymoon Destination) আপনাকে বাজেটের মধ্যে এক অনন্য অভিজ্ঞতা দেবে। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে ফেলুন, আর ভালোবাসার মানুষকে নিয়ে হারিয়ে যান প্রকৃতির কোলে!