নিউজ পোল ব্যুরো: বাল্যবিবাহ (Child Marriage), যা একসময় প্রাচীনকালের বড় প্রথা ছিল।এই আইন সম্পর্কে আমাদের সমাজের অনেকের ধারণা থাকলেও গ্রামাঞ্চলের মানুষদের এখনও বাল্যবিবাহ এর আইন সম্পর্কে সেই রকম কোন ধারণা নেই। তবে এই বাল্যবিবাহের উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জেলা প্রশাসন। ২২শে মার্চ দুপুরে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, শক্তি বাহিনী ও বাপু – এর সহযোগিতায় সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিবাহ, কন্যা পাচার ও কন্যাদের উপর যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ে একদিনের একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় l এই সভার মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ (Child Marriage), কন্যা পাচার এবং নারীদের উপর যৌন নির্যাতন (Sexual Abuse Against Girls)-এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরসভার নতুন পদক্ষেপ, শহর হবে পরিচ্ছন্ন
দক্ষিণ দিনাজপুর জেলা, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সীমান্তবর্তী এলাকা, সেখানে এই ধরনের অপরাধমূলক (Child Marriage) কার্যকলাপ রুখতে প্রশাসনের উদ্যোগকে আরও সুসংহত করাই ছিল এই সভার অন্যতম লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক ও বিচার বিভাগীয় শীর্ষ আধিকারিকগণ। তাঁদের মধ্যে ছিলেন – দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা , জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল , জেলা প্রধান বিচারক মানস বাসু, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কেয়া বালা।

সভায় বক্তারা সমাজে নারীদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিবাহ, মানব পাচার (Human Trafficking), এবং যৌন নিপীড়ন প্রতিরোধে সকল স্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বক্তারা বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। তাঁরা জানান, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে গেলে তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ ব্যাহত হয়। শিক্ষার সুযোগ কমে যায় এবং তারা স্বাস্থ্যগত জটিলতায় (Health Complications) ভোগে। একই সঙ্গে কন্যা পাচার বিষয়েও সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, দারিদ্র্য, অশিক্ষা, ও কুসংস্কারের কারণে অনেক ক্ষেত্রে কন্যা পাচার বেড়ে যায়।
এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভবিষ্যতে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি (Awareness Campaigns) আয়োজন করা হবে। এছাড়াও, স্কুল-কলেজে নারী সুরক্ষা ও আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/