নিউজ পোল ব্যুরো: দেউচা পাঁচমি (Deocha Pachami) নিয়ে বিদ্যুৎ ভবনে বৈঠক করলেন বীরভূমের ডিএম পি বি সেলিম। তিনি ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিমবঙ্গ শাখা সংগঠনের ২৫ জন সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। এই একই দিনে বোলপুরে ছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেখানেই গরহাজির ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানান শনিবার দেউচা পাচামি নিয়ে বৈঠকের জন্য। কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুরে বৈঠক থেকে বেরিয়ে জানান, দেউচা নিয়ে কলকাতায় বৈঠক রয়েছে। অনুব্রত কেন বৈঠকে এলেন না তা জানা নেই। কাজলের এই মন্তব্যের পরেই ফের বীরভূমের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে।
অনুব্রতর গরহাজিরা এবং তাঁর দেউচার বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন কাজল। বলেছেন, “দেউচা নিয়ে আজ কলকাতার বুকে জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও পি বি সেলিমের বৈঠক রয়েছে। সেক্ষেত্রে জেলায় কোনও বৈঠক নেই। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল জেলা কী উদ্দেশে গিয়েছেন, তা জানি না। বলতে পারব না।” কাজলের এই মন্তব্যের পরই ফের উঠছে কাজল-অনুব্রতের দ্বন্দের প্রসঙ্গ। যদিও অনুব্রতর অনুপস্থিতি সম্পর্কে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই উনি (অনুব্রত) দেউচা গিয়েছেন। ওখানে একটা সমস্যা হয়েছে। এদিনের বৈঠকের সিদ্ধান্ত ওঁকে জানিয়ে দেওয়া হবে। আসা করি, তিনি সহমত হবেন।”
আরও পড়ুনঃ Anubrata Mondal: বোলপুরে কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট
অন্যদিকে কলকাতার বৈঠক শেষ করে, ডাব্লিউ বি পিডিসিএল এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পি বি সেলিম জানান, “আজকের এই মিটিংয়ে বীরভূম জেলায় যে দেউচা পাচামিতে কোল ব্লক নিয়ে আগাম পরিকল্পনা কি আছে, কি ভাবে এগোতে চাইছে এটা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেটা পরিষ্কার করার জন্য পরিষ্কারভাবে আলোচনা করা হলো। প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে এই বৈঠক চলে যে বৈঠকের পরে স্যাটিসফাই। দু তিনটে বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেউচা পাঁচামির জন্য জমি কোন ভাবে অধিকগ্রহণ এর কোন প্রশ্ন নেই। জমি এখানে নেওয়া হবে ল্যান্ড পার্সেস এর মাধ্যমে। রাজ্য সরকারের তরফ থেকে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেই প্যাকেজে যারা যারা সহমত হবে তারা এগিয়ে এসে সরকারকে লিখিতভাবে জানালে তাদের কাছ থেকে জমি নেওয়া হবে। যারা জমি দেবে না তাদের কাছ থেকে জমি নেওয়া হবে না।” তিনি আরও বলেন, “ওখানে মাইনিংটা কি করে হবে? কেউ কেউ বলছে হয়তো না জেনে ওপেন কাস্ট মাইনিং এর পরিকল্পনা আছে বলে সেটা আমরা পরিষ্কার করে দিলাম যে ওখানে ওপেন কাস্ট মাইনিং এর কোন পরিকল্পনা নেই ওখানে হবে আন্ডার গ্রাউন্ড কল মাইন। একটা ভুল ধারণা হয়েছিল যে ওখান থেকে মানুষকে উচ্ছেদ করা হবে যেহেতু ওখানে কাস্ট মাইনিং করার কোন প্রশ্ন নেই তাহলে উচ্ছেদেরও কোন প্রশ্ন নেই। এটা পরিষ্কার করা হলো।”
দেউচা (Deocha Pachami) নিয়ে যে সব চর্চা চলছিল সেই সম্পর্কে পি বি সেলিম জানান, “আর একটা ভুল কোথাও কোথাও বলা হচ্ছিল যে ওখানে ১০/১৪ হাজার একর জমি নেওয়া হচ্ছে। এটা লাগবে না মাইনিং এর জন্য ওখানে ৩৪০০ একর জমি নেওয়া হচ্ছে। আর একটা ভুল ধারণা হয়েছিল ওখানে যে গাছ আছে সেই কাজগুলো কাটা হচ্ছে সেটাও আমরা পরিষ্কার করলাম যে ওখানে একটাও গাছ কাটা হয়নি বা কাটা হবে না। ওখানে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছ চিহ্নিত করা হবে। এই বিষয়গুলো আজকে পরিষ্কার ভাবে তাদের সামনে তুলে ধরা হয়েছে এবং তাতে ওনারাও স্যাটিসফাই বলে আমরা মনে করি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/