নিউজ পোল ব্যুরো: নারকেলডাঙার একটি কাগজের কারখানায় শনিবার সকাল ৮টা নাগাদ ভয়াবহ আগুন লাগে (Fire Incident)। স্থানীয়রা প্রথমে আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর চেষ্টা।
আরও পড়ুন:- Hazra Fire Incident: সাতসকালেই হাজরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
শনিবার সকাল। সময় তখন ঠিক আটটা। হঠাৎই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। স্থানীয়রা দেখতে পান, একটি কাগজের বাক্স তৈরির (Paper Factory) কারখানা থেকে ক্রমাগত ধোঁয়া বেরিয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যেই আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানার উপরের ফ্ল্যাটগুলিতে বেশ কিছু পরিবার বসবাস করেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নিচে নেমে আসেন। এদিকে, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুন দ্রুত(Fire Incident) ছড়িয়ে পড়ায় তাদের প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। কিন্তু কারখানাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে বেশ সমস্যার সম্মুখীন হন তারা। জল সরবরাহ এবং প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগে যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
দমকল বাহিনীর লাগাতার প্রচেষ্টায় আগুন (Fire Incident) অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নেভানোর কাজ করতে গিয়ে দু’জন দমকল কর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল না। কোনো জরুরি নিরাপত্তা ব্যবস্থাও কার্যকর ছিল না বলে অভিযোগ উঠেছে। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই কারখানার মালিক স্থানীয় নন। আগুন লাগার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দমকল ও প্রশাসন তার খোঁজ চালাচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল। স্থানীয় বাসিন্দারা চান, এ ধরনের কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT