নিউজ পোল ব্যুরো: গঙ্গারামপুরের মহারাজপুরে ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। বৃহস্পতিবার বন্ধুবান্ধবদের সঙ্গে স্নানে নেমে গভীর জলে তলিয়ে গিয়েছিল এক কিশোর। ৫২ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার উদ্ধার করা হল তার নিথর দেহ। জানা গিয়েছে, গঙ্গারামপুর (Gangarampur) শহরের কদিঘাট থেকে ছয়জন বন্ধু মিলে স্নানের উদ্দেশ্যে মহারাজপুরের গোয়ালখালী এলাকায় যায়। সেখানে চারজন একসঙ্গে খাড়িতে নামে (water body)। তিনজন সাঁতার কেটে উপরে উঠতে পারলেও, ১৭ বছরের এক কিশোর জলে তলিয়ে যায় (drowned)। বন্ধুদের চোখের সামনে তাকে ডুবতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহায্যের চেষ্টা করেন।
খবর পেয়ে গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে আসেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের (Disaster Management Group) সদস্যরা। তারা স্পিডবোট (speedboat) ও ডুবুরি (divers) নামিয়ে তল্লাশি শুরু করেন। তবে দীর্ঘ সময় পার হলেও কিশোরকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত, শনিবার NDRF (National Disaster Response Force) বাহিনী নামানো হয়। ৫২ ঘণ্টার দীর্ঘ অনুসন্ধানের পর, তারা কিশোরের দেহ উদ্ধার করে (NDRF recovers body)। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা মহল্লা। কিশোরের পরিবারের শোকে মুহ্যমান অবস্থা দেখে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরি পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে দাঁড়িয়েই উদ্ধার কার্য সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ Anubrata Mondal: বোলপুরে কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, গেলেন কোথায়?
এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসন সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তা দিয়েছে। স্থানীয়দের উদ্দেশে বলা হয়েছে, যাতে খোলা জলাশয়ে (open water body) স্নান বা সাঁতার কাটার সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়। অতি আত্মবিশ্বাস বা অসতর্কতা যেন আর কোনও প্রাণ না কেড়ে নিতে পারে, সেই দিকে সকলকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করল যে, সতর্কতা ছাড়া জলাশয়ে নামা কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় জল গভীর এবং স্রোত থাকে, সেগুলোর ক্ষেত্রে প্রশাসনিক অনুমতি বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/