Ayodhya: অযোধ্যায় গড়ে উঠছে নতুন আবাসন

দেশ

নিউজ পোল ব্যুরো: অযোধ্যায় (Ayodhya) ভক্তদের জন্য এবার নতুন আবাসন (Accommodation) গড়তে চলেছে গোয়া সরকার (Goa Government)। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ঘোষণা করেছেন, উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) বরাদ্দ করা জমিতে তৈরি হবে ‘গোয়া রাম নিবাস’ (Goa Ram Nivas)। এই উদ্যোগে দুই রাজ্যের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। অযোধ্যায় (Ayodhya) ভক্তদের সুবিধার কথা ভেবে উত্তরপ্রদেশ সরকার গোয়া সরকারকে জমি দিয়েছে। এই জমি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মূলত, রামলালা (Ram Lalla) দর্শনের জন্য গোয়া থেকে আগত ভক্তরা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:- Shashi Tharoor: ‘একই দিকের যাত্রী’, থারুরের সঙ্গে ছবি পোস্ট করে কোন বার্তা বিজেপি নেতার

জমি বরাদ্দের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর গোয়া সরকার উত্তরপ্রদেশ সরকারের ‘উত্তরপ্রদেশ আবাস ইভম বিকাশ পরিষদ’ (Uttar Pradesh Awas Evam Vikas Parishad)-কে ধন্যবাদ জানিয়েছে। অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের পর থেকেই যোগী সরকার এই শহরের উন্নয়নে জোর দিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা যাতে নির্বিঘ্নে তাদের আধ্যাত্মিক সফর সম্পন্ন করতে পারেন, তার জন্য একাধিক পরিকাঠামোগত (Infrastructure) উন্নয়ন হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই এবার গোয়া সরকারের জন্য জমি বরাদ্দ করা হলো। সেখানে গড়ে উঠবে ‘গোয়া রাম নিবাস’। শুধু ভক্তদের থাকার জন্যই নয়, এটি গোয়া ও অযোধ্যার (Ayodhya) মধ্যে এক আধ্যাত্মিক সংযোগ (Spiritual Connection) তৈরি করবে। গোয়া, যাকে পরশুরামের ভূমি (Land of Parashuram) বলা হয়, এবং অযোধ্যা, যেখানে শ্রীরাম (Lord Ram) জন্মগ্রহণ করেছেন—এই দুই স্থানের মধ্যে ঐতিহাসিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংযোগ নতুন মাত্রা পাবে এই প্রকল্পের মাধ্যমে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উত্তরপ্রদেশ সরকারের মতে, এটি শুধু দুই রাজ্যের মধ্যে উন্নয়ন প্রকল্প নয়, বরং দুই রাজ্যের ঐতিহ্যের মেলবন্ধনের (Cultural Bond) প্রতীক হয়ে উঠবে। গোয়া সরকারও এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে। যোগী আদিত্যনাথের সরকার এই পদক্ষেপকে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছে। সরকারের মতে, আধ্যাত্মিকতার (Ayodhya) পথে দুই রাজ্য হাতে হাত রেখে এগিয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। এই উদ্যোগ অযোধ্যায় আগত ভক্তদের সুবিধা দেবে, পাশাপাশি গোয়া ও উত্তরপ্রদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT