Cell-Gene Therapy: চিকিৎসার ভবিষ্যৎ বদলাবে এবার ভারত বায়োটেকের প্রযুক্তি

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে সেল এবং জিন থেরাপি (Cell-Gene Therapy)। এই ক্ষেত্রের অগ্রগতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (Biotech’s International Limited)। তারা দেশের মধ্যে প্রথমবারের মতো ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এবং নির্দিষ্ট সমস্যা সমাধানে তৈরি সেল এবং জিন থেরাপি (Cell- Gene Therapy) নিয়ে এসেছে। হায়দরাবাদের জিনম ভ্যালিতে তাদের সংস্থার নতুন থেরাপির উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

আরও পড়ুন:Tesla-Tata: টেসলার নতুন চমক, সঙ্গী টাটা

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই নতুন প্রযুক্তি সেল এবং জিন থেরাপির (Cell Gene Therapy) ক্ষেত্রে এক বড় পরিবর্তন আনবে। এটি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এবং শরীরের কোষকে দীর্ঘদিন ভালো রাখবে। তাছাড়া, ক্যানসারের (Cancer) বিরুদ্ধে লড়াইয়ে এবং হিমোফিলিয়ার মতো রোগের চিকিৎসায়ও সহায়ক হবে।”

ভারত বায়োটেকের এই থেরাপি উৎপাদনে ৫০ হাজার বর্গফুট এলাকা নিয়ে কাজ করছে, যার লক্ষ্য মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা। সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণ এলা জানান, “জিন এবং কোষ থেরাপি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যা সুনির্দিষ্ট এবং বিশেষ গবেষণা ও উৎপাদন ক্ষমতার দক্ষতা প্রয়োজন।” তিনি আরও বলেন, ভারত বায়োটেক বিভিন্ন ধরনের ভ্যাকসিন (Vaccine(উৎপাদনের অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় এই জটিল কাজ সফলভাবে সম্পাদন করতে সক্ষম।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ভারত বায়োটেকের চিফ ডেভেলপমেন্ট অফিসার রাসেল এলা জানান, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই থেরাপি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতদিন, এই ধরনের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং শুধুমাত্র উন্নত দেশগুলিতেই পাওয়া যেত। কিন্তু এখন আর তা হবে না। ক্যানসার, রক্তের রোগসহ অনেক ধরনের রোগের চিকিৎসা এই থেরাপির মাধ্যমে করা সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃশানু সাহা বলেন, “এখন বিশ্বের বিভিন্ন জায়গায় এ বিষয়ে গবেষণা চলছে। ভারত বায়োটেকের সঙ্গে আমরা এআই প্রযুক্তি ব্যবহার করে কোষ থেরাপি তৈরির জন্য যৌথ গবেষণা শুরু করেছি। এই থেরাপির প্রযুক্তি আন্তর্জাতিক মানের।”

এই সাফল্যের পেছনে রয়েছে বিশেষজ্ঞদের সাহায্য, উৎপাদন ক্ষমতার বিশেষত্ব, গুণমানের প্রতি নজর এবং শক্তিশালী পরিকাঠামো (infrastructure) যা ভারত বায়োটেককে অনেক প্রতিযোগীর তুলনায় এগিয়ে রেখেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT