London: বিমানবন্দরে আগুনের জেরে পিছিয়েছে যাত্রা, জেনে নিন কখন লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: আজ শনিবার সকালেই লন্ডনের (London) উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু হিথরো বিমানবন্দরের পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল লন্ডনের সমস্ত বিমান। সেই কারণেই বাতিল হয়েছিল মুখ্যমন্ত্রীর সকালের বিমান। পরিবর্ত সূচি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। রাজ্য সরকার এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে। তারপপরেই জানানো হয় আজ শনিবার সকালের পরিবর্তে রাতের ফ্লাইটে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্রের খবর শনিবার রাতে রওনা দিয়ে রবিবার সকালে লন্ডনে (London) পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের সূচি নির্ধারিত অনুযায়ী মমতার ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল। তাতেই বদল করা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ তারিখ রাত ৮টার পরে লন্ডন যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উঠবেন। সোজা যাচ্ছেন না লন্ডন। কলকাতার বিমান মাঝরাতে দুবাইয়ে পৌঁছাবে সেখান থেকে মুখ্যমন্ত্রী লন্ডন হিথরো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। ২৩ তারিখ সকাল ৭ টা নাগাদ নামবেন তিনি। তবে সরকারি সূত্রে খবর যাত্রায় সময়ের কিছুটা বদল হলেও তাঁর বাকি কর্মসূচি একই থাকছে। মমতার সঙ্গে লন্ডন যাচ্ছেন বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সহ প্রায় ২০ জন শিল্পপতি ও বিনিয়োগকারী।

আরও পড়ুনঃ Mamata Banerjee: পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দিতেই লন্ডন (London) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে সেখানে। ওই দিন সেখানের ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগদান করবেন । ২৫ মার্চ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে। ২৬ মার্চ হবে শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক। এবং ২৭ মার্চ অক্সফোর্ডে দেবেন ভাষণ। ২৮ মার্চ লন্ডন থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। অক্সফোর্ডের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রে খবর মিলেছে সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/