Kolkata : শহরে ছিনতাইয়ের হিড়িক, গ্রেফতার ২

breakingnews অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন বলছেন কলকাতা (Kolkata) সবথেকে নিরাপদে শহর (The Safest City), তখনই এক রাতে ৬টি চুরির ঘটনা ঘটে গেল তিলোত্তমার বুকে। তবে শেষরক্ষা হল না। তদন্ত চালিয়ে তাদের পাকড়াও করল চিৎপুর থানার পুলিশ (Kolkata Police)। ধৃত দুই যুবক— অমিত মণ্ডল (২২) এবং রাজবীর মালি (২৩)।

আরও পড়ুন: Road Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা, মৃত যুবক

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ১২ টার অর্থাৎ ৪ ঘণ্টার ব্যবধানের মধ্যে পর পর ছিনতাইয়ের ঘটনা ঘটে কলকাতা (Kolkata) পুলিশের নর্থ ডিভিশনের (North Division) অন্তর্ভুক্ত বিভিন্ন জায়গায়। যার মধ্যে ছিল চিৎপুর (Chitpur), বিটি রোড (BT Road) এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান। রাত ১২ টা নাগাদ শেষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে চিড়িয়ামোড়ে (Chiriamore)। পুলিশের সন্দেহ হয় যে একদল দুষ্কৃতী শহরে সক্রিয় হয়ে উঠেছে। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখেই তদন্তে নামে পুলিশ। এই ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একটি স্কুটার (Scooter) ব্যবহার করে ছিনতাই চালাচ্ছিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পোস্তা (Posta) এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া মোবাইল ফোন (Mobile Phone) এবং অন্যান্য চুরি যাওয়া জিনিসপত্র। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত স্কুটারটিও।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পুলিশের অনুমান, এই দুই যুবক আরও অনেক অপরাধমূলক (Criminal Activities) ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। এবং জানা যাচ্ছে যে শহরের আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও তাদের যোগ থাকতে পারে। কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে যে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।