নিউজ পোল বাংলা: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রেল লাইনে প্রতিদিন কত যে ট্রেন ছুটছে তার কোনও হিসেব নেই। যাত্রী সংখ্যাও লক্ষাধিক। দূরপাল্লার ট্রেনের (Railway) ক্ষেত্রে শুয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। থাকে তিনটি বার্থ। নিচেরটিকে বলা হয় লোয়ার বার্থ (Lower berth) । এছাড়া থাকে মাঝে মিডল বার্থ (Middle berth) ও উপরে আপার বার্থ (Upper berth)। যাত্রীদের পছন্দ অনুযায়ী যে সবসময় সিট পড়ে তা নয়, তবে লোয়ার বার্থে কারা যাত্রা করতে পারবেন সেটা এবার নির্ধারিত করে দিচ্ছে রেল (Railway)।
আরও পড়ুন:Vande Bharat: ভাড়া কমানোর পথে বন্দে ভারত, আশ্বাস রেলমন্ত্রীর
মহিলা, বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীরা সবসময় লোয়ার বার্থে যাত্রা করতে চান। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ কিছু যাত্রীকে লোয়ার বার্থের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
রেলমন্ত্রীর মতে, অগ্রাধিকারের ভিত্তিতে মহিলা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের লোয়ার বার্থের (Lower berth) সুবিধা দেওয়া হচ্ছে। সবার পক্ষে ওই আসন পাওয়া সম্ভব নয়।রেলমন্ত্রী আরও বলেন, “ট্রেনে লোয়ার বার্থের সংখ্যা সীমিত, তাই সবাইকে এই বার্থগুলি দেওয়া কঠিন। কিন্তু রেলওয়ে নিশ্চিত করার চেষ্টা করছে, যে সব যাত্রীদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জন্য এই আসনগুলি বরাদ্দ থাকবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
লোয়ার বার্থের (Lower berth) ক্ষেত্রে রেলের (Railway) প্রথম অগ্রাধিকার হবে মহিলা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা। প্রতিটি রেলওয়ে ট্রেনের কোচে নির্দিষ্ট সংখ্যক লোয়ার বার্থ থাকে। স্লিপার কোচে ৬ থেকে ৭টি এমন বার্থ থাকে। থার্ড এসির প্রতিটি কোচে ৪ থেকে ৫টি করে লোয়ার বার্থ থাকে, যেখানে সেকেন্ড এসির প্রতিটি কোচে ৩ থেকে ৪টি করে এমন বার্থ থাকে।
এমন পরিস্থিতিতে ভারতীয় রেল (Indian Railway) সর্বদা প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দেয়। যাতে তাদের ট্রেনে যাত্রা করতে কোনও সমস্যা না হয়। তাদের জন্য, স্লিপার কোচে (Sleeper Coach) ২টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। থার্ড এসি এবং থার্ড ইকোনমিতে ৪টি লোয়ার বার্থ এবং সেকেন্ড সিটিং বা চেয়ার কারে ৪টি সিট এই ব্যক্তিদের জন্য সংরক্ষিত। যদি ভ্রমণের সময় নীচের বার্থ খালি থাকে, তাহলে মিডল বা আপার বার্থে থাকা বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলাদের ওই আসনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT