Malbazar: লাগাতার ঝড়-বৃষ্টি, রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

জেলা

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত (Heavy Rain) এবং ঝড়ের (Storm) ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। শুক্রবারের পর শনিবারও প্রবল বৃষ্টি (Rainfall) হয়েছে মালবাজার (Malbazar) শহরে। বৃষ্টির জেরে শনিবার সকালে এক প্রাচীন অশ্বত্থ গাছভেঙে পড়ে ৭ নম্বর জাতীয় সড়কে। এর ফলে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি (Siliguri) থেকে চালসা (Chalsa) যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ (Blocked) হয়ে পড়ে। এই সড়কটি দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গ (North Bengal) সংযোগের অন্যতম প্রধান পথ হওয়ায় যান চলাচলে (Traffic Movement) ব্যাপক সমস্যা তৈরি হয়।

গাছ পড়ে যাওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে কর্মীরা নেমে পড়েন এবং যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ৪৫ মিনিটের মধ্যেই রাস্তা পরিষ্কার করা হয়। এর ফলে যান চলাচল ফের স্বাভাবিক হয়, যা স্বস্তি এনে দেয় স্থানীয় বাসিন্দা ও ট্রাক চালকদের (Truck Drivers)। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয় মালবাজার এলাকায়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত (Lightning) ও কিছু সময় শিলাবৃষ্টিও (Hailstorm) হয়। টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে এই দুর্যোগ। অবশেষে সকাল সাড়ে ন’টা নাগাদ বৃষ্টি কমে এলে আকাশ পরিষ্কার হতে শুরু করে। ঠিক এই সময়েই মালবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের (Ward No. 1) আদর্শ কলোনি এলাকায় (Adarsha Colony) ১৭ নম্বর জাতীয় সড়কের (National Highway 17) পাশে থাকা এক বিশাল অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। রাস্তার দুই দিক ঢেকে ফেলে গাছের ডালপালা, ফলে যান চলাচল সম্পূর্ণ থমকে যায়।

আরও পড়ুনঃ Health Risk: বরফে ভাইরাস, জানুন কেন সাবধানে শরবত খাবেন!

প্রসঙ্গত, এই ঘটনায় কেউ আহত হননি বা কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বসু জানান, “গাছ পড়ে কোনও মানুষ বা যানবাহনের ক্ষতি হয়নি। গাছটি অত্যন্ত পুরনো ছিল এবং ভেতর থেকে কাঠের অংশ কঠোর (Hardened Core) হয়ে গিয়েছিল। সম্ভবত এই কারণেই গাছটি হঠাৎ ভেঙে পড়ে।” এই ঘটনার পর প্রশাসনের (Administration) দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় মানুষ ও যানবাহন চালকেরা। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই জাতীয় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়, যা যথেষ্ট প্রশংসনীয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও (Local Authorities) এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মালবাজারের (Malbazar) মতো এই ধরনের দুর্যোগ থেকে ভবিষ্যতে সমস্যা এড়াতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গাছের স্বাস্থ্য পরীক্ষা (Tree Health Check) ও নিয়মিত রক্ষণাবেক্ষণের (Maintenance) ওপর জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, পুরনো ও দুর্বল গাছগুলিকে আগেভাগে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মত প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবিদরা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন এলাকায় দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কতটা পর্যাপ্ত, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে মালবাজারের (Malbazar) এই ঘটনায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড়সড় বিপর্যয় (Disaster) এড়ানো সম্ভব হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT