নিউজ পোল ব্যুরো: মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) চত্বরে রেফার রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ, অ্যাম্বুলেন্স (Ambulance) চালক ও নার্সিংহোম কর্তৃপক্ষের যোগসাজশে রোগীদের পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে (Malda Ambulance Scam)। এরপর দিনের পর দিন রোগীকে সেখানে আটকে রেখে মোটা অঙ্কের বিল (Hospital Bill) আদায় করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দফতর (District Health Department) এবং প্রশাসন (Administration) কড়া ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়েছে। এরপরই ঘটে যায়
আরও পড়ুন:- Gangarampur: কিশোরের মর্মান্তিক পরিণতি, ৫২ ঘণ্টা প্রচেষ্টায় দেহ উদ্ধার
জেলা প্রশাসন সূত্রের খবর, গাজোল থানার (Gazole Police Station) আলাল পাহাড়ি ভিটা (Alal Pahari Vita) এলাকার বাসিন্দা কুমার কোরা (Kumar Kora) নামে এক রোগী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চলতি মাসের ১৭ তারিখ গাজোল হাসপাতাল (Gazole Hospital) ভর্তি হন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় (Malda Ambulance Scam)। কিন্তু অভিযোগ, রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে অ্যাম্বুলেন্স চালক মালদা শহরের আম বাজার (Aam Bazar) এলাকার এক বেসরকারি নার্সিংহোমে রোগীকে নিয়ে যান। অভিযোগ, রোগীকে সেখানে ভর্তি করে দিনের পর দিন আটকে রাখা হয়। চিকিৎসার নামে মোটা অঙ্কের বিল তৈরি করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারার পর অভিযোগ করেন। জানা গেছে, ওই নার্সিংহোমে রোগীর চিকিৎসার খরচ বাবদ প্রায় এক লাখ টাকা (One Lakh Rupees) বিল করা হয়েছিল।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এরপর স্বাস্থ্য দফতর ও প্রশাসনের একটি দল খবর পেয়ে নার্সিংহোমে অভিযান চালায়। রোগীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে (Malda Ambulance Scam)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণার শিকার যেন কেউ না হন, সে বিষয়ে কড়া নজর রাখা হবে। পাশাপাশি, মালদা জেলায় বেআইনি চক্র (Illegal Racket) বন্ধে প্রশাসন আরও তৎপর হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT