নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। আর এবারে তিনি বন্ধু এলন মাস্কের (Elon Musk) বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা (Tesla) নিয়ে চালু করলেন এক নয়া নিয়ম। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোষ্ট করে তিনি জানিয়ে দিলেন, টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
আরও পড়ুনঃ Donald Trump : ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে সিঁদুরে মেঘ দেখছে মাস্কের টেসলা
টেসলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমেরিকায়। বিগত কয়েকদিন ধরেই টেসলার গাড়ি রয়েছে এমন বিভিন্ন দোকান এমনকি চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার লস ভেগাসে টেসলার ৫টি গাড়িতে আচমকা আগুন লেগে যায়। যা মোটেই দুর্ঘটনা মানতে নারাজ প্রশাসন। আর এরপরই নড়েচড়ে বসেছেন রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মার্কিন রাষ্ট্রপতি লেখেন, “টেসলার গাড়ি নষ্ট করবেন যারা, তাঁদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার ভাল সুযোগ রয়েছে। আর্থিক মদতদাতারাও এঁদের মধ্যে রয়েছেন।”
ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের পারস্পরিক ঘনিষ্ঠতার কথা কারও অবিদিত নয়। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মাস্ককে যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক দফতরের প্রধান করেছেন ট্রাম্প। যা অনেকেই ভাল চোখে দেখেননি। আর ঘটনাচক্রে এরপর থেকেই টেসলার গাড়ির উপর হামলার ঘটনাগুলি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ‘বন্ধু’ মাস্কের পাশে দাঁড়িয়ে মাস্ক-বিরোধীদের কার্যত হুশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ট্রাম্প (Donald Trump) এসেই নয়া শুল্কনীতি চালু করেছেন। তাঁর দাবি, যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যত শুল্ক চাপাবে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রও তত বেশি শুল্ক আরোপ করবে। এতে এলন মাস্কের টেসলা অবশ্য উদ্বেগ প্রকাশ করেছিল। তারা মনে করেছিল বিদেশে তাদের বাজার হয়ত এর ফলে পড়ে যেতে পারে। তবে শুল্কনীতির সমালোচনা করলেও মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ভিতটা যে একই রকম রয়ে গিয়েছে তা রাষ্ট্রপতির বক্তব্য থেকেই পরিষ্কার। উল্লেখ্য, সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। এলন মাস্কের স্পেসএক্সে’র (SpaceX) মহাকাশযানে ফিরে এসেছেন তারা। যে কথা বারবার শোনা গিয়েছে ট্রাম্পের মুখেও।