NIT-এর অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: যাদের হাতে মানুষ গড়ার দায়িত্ব থাকে সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে যৌন নির্যাতনে অভিযোগ। তাও আবার দেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে। শনিবার পুলিশ জানিয়েছে, আসামের কাছাড় জেলায় এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি (NIT) একজন সহকারী অধ্যাপককে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার নির্যাতিতা ছাত্রী ইনস্টিটিউটে অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন যে অধ্যাপক তাঁর পরীক্ষার নম্বর নিয়ে আলোচনা করার অজুহাতে তাঁকে ক্লাস শেষে নিজের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে বলেছিলেন। তার পরেই সহকারী অধ্যাপক যৌন নির্যাতন করেন বলে অভিযোগ।ছাত্রীটি তার হাতে লেখা নোটে জানিয়েছে, “তিনি (অধ্যাপক) আমাকে আমার নম্বরের কারণ ব্যাখ্যা করতে বলেছিলেন এবং হঠাৎ আমাকে স্পর্শ করতে শুরু করেছিলেন। তিনি আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে বলেছিলেন এবং বলেছিলেন যে আমি যদি তার কথা শুনি তবে আমার নম্বরগুলি নিয়ন্ত্রণ করা যেতে পারে।” বলে। ছাত্রীর আরও অভিযোগ, “অধ্যাপক তাকে স্পর্শ করেছেন তার উরু, পেট, ঘাড় এবং ঠোঁটে। তিনি আমাকে তার সঙ্গে বসতে বললেন, পরে আমাকে পিছন থেকে ধরেছেন এবং আমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে কথা বলেছেন। সেই সময় একজন বন্ধু আমাকে ফোন করেছিলেন এবং আমি দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম।”

আরও পড়ুনঃ PM Modi: প্রধানমন্ত্রী মোদীর শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ জানালেন রাষ্ট্রপতি

ঘটনা নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা বলেন, সহকারী অধ্যাপককে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে শিলচর সদর থানায় স্থানান্তর করা হয়েছে। ইনস্টিটিউটের একজন মুখপাত্র জানিয়েছেন, “বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে ইনস্টিটিউটের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে পাঠানো হয়েছে। যে চেম্বারে এই ঘটনাটি ঘটেছে তা সিল করে দেওয়া হয়েছে।” অভিযোগ সামনে আসার পরেই ইনস্টিটিউট তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এনআইটি শিলচরের অধ্যাপক ডি কোটেশ্বর রাজুকে বরখাস্ত করেছে এবং পুলিশ ছাত্রীর বক্তব্য রেকর্ড করেছে এবং মামলা দায়ের করেছে। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি (NIT) কাম্পাসে এই ঘটনা ঘটায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। সহকারী অধ্যাপকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং তার চাকরি বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তার পরেই কলেজ কর্তৃপক্ষ সহকারী অধ্যাপককে বরখাস্ত করে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/